আগামী
বছরের মধ্যেই চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর বাজারে আনবে যুক্তরাষ্ট্রের কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা ইনটেল। এ প্রসঙ্গে ইনটেলের ভাষ্য,
চতুর্থ প্রজন্মের কোর প্রসেসরগুলো কম্পিউটারকে
করবে দ্রুত গতির। বিদ্যুত্সাশ্রয়ী এ প্রসেসর ব্যবহার
কম্পিউটার হবে হালকা-পাতলা। বিল্ট ইন গ্রাফিকস
ও কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থাও হবে অনেক নিরাপদ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
ইনটেলের দক্ষিণ এশিয়াভিত্তিক বিপণন পরিচালক স্যান্ডি অরোরা জানিয়েছেন, ট্যাবলেট, ল্যাপটপ ও ট্যাবলেটের সমন্বয় ল্যাপ-ট্যাবসহ নতুন পণ্যগুলো বাজারে কম্পিউটার ও ট্যাবলেটের মধ্যে পার্থক্য দূর করছে। চতুর্থ প্রজন্মের ইনটেল প্রসেসর মোবাইল থেকে শুরু করে আলট্রাবুক বা হালকা-পাতলা কম্পিউটারের পারফরমেন্স বাড়াবে।
সূত্রঃ প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০১২
ইং
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।