যুক্তরাষ্ট্রে
স্যামসাংয়ের স্মার্টফোন স্থায়ীভাবে নিষিদ্ধকল্পে অ্যাপলের করা আবেদনটি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ১৭ ডিসেম্বর
আদালত
অ্যাপলের আবেদনটি খারিজ করে দেন আদালত। এক খবরে এ
তথ্য জানিয়েছে রয়টার্স।
স্যামসাংয়ের ও অ্যাপলের মধ্যকার পেটেন্ট লঙ্ঘনের মামলায় চলতি বছরের আগস্ট মাসে অ্যাপলের পক্ষে রায় দিয়ে স্যামসাংকে ১০৫ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিলেন আদালত। স্যামসাংয়ের এ পণ্যগুলো গুগল নির্মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর। আদালতের ওই রায়ের পর অ্যাপল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট আদালতে অ্যাপলের ২৬ টি পণ্যের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিল। গতকাল সোমবারে বিচারক লুস কোহ জানিয়েছেন, অ্যাপলের পেটেন্ট করা ফিচারগুলো আইফোনের জন্য চাহিদা বাড়িয়েছে এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি অ্যাপল। স্যামসাংয়ের স্মার্টফোনে অনেক ফিচার রয়েছে যার মধ্যে অ্যাপলের পেটেন্ট নগণ্য। অ্যাপল স্যামসাং পণ্যে নিষেধাজ্ঞা চাইলেও স্মার্টফোনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি সমীচীন হবে না।
সূত্রঃ প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০১২
ইং
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।