সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মঙ্গলের মাটি খুঁড়তে প্রস্তুত কিউরিওসিটি

মঙ্গলের মাটি খুঁড়তে প্রস্তুত কিউরিওসিটি


 

মাটি খোঁড়ার জন্য নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো মঙ্গল যান কিউরিওসিটি। কিউরিওসিটি মঙ্গল গ্রহের যে স্থানটিতে মাটি খুঁড়বে সেখানে পানির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হচ্ছে। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।


এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, কিউরিওসিটি বর্তমানে মঙ্গলগ্রহের জন ক্লেইন নামের সমতল এলাকাটিতে অবস্থান করছে। এখানেই চলতি মাসের শেষ নাগাদ মাটিতে গর্ত করে পানির তথ্য অনুসন্ধান করবে কিউরিওসিটি। মঙ্গল গ্রহের এ অঞ্চলটির নামকরণ করা হয়েছে মার্স সায়েন্স ল্যাবরেটরির প্রয়াত ডেপুটি প্রকল্প ব্যবস্থাপক জন ক্লেইনের নামানুসারে। মার্স সায়েন্স ল্যাবরেটরির গবেষক জন গ্রটজিঙ্গার মঙ্গল গ্রহে কিউরিওসিটির বর্তমান অবস্থানটিকে আদর্শ স্থানবলেই মনে করছেন। তাঁর মতে, এ স্থানটির মাটি খোঁড়ার পর মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব সংক্রান্ত তথ্য মিলতে পারে। এ অঞ্চলটির ভৌগলিক অবস্থান, পানি প্রবাহের রেখা ও পাথর অতীতে পানি থাকার অস্তিত্ব নির্দেশ করে।

 

সূত্রঃ প্রথম আলো, ১৬ জানুয়ারী ২০১৩ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।