সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম আর নেই

জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম আর নেই


Dr Nurul Islam
Dr. Nurul Islam

জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম (৮৪) গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন  (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১০টার দিকে চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।


জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকি?সক ছিলেন। তাছাড়াও তিনি মওলানা ভাসানী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, মাওলানা মো. আকরাম খাঁ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক আবদুল গণি হাজারী, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সাংবাদিক নাসিরউদ্দীনসহ অসংখ্য মানুষের চিকিসা করেছেন।
 
USTC Chittagong
USTC Chittagong
ডা. নূরুল ইসলাম পিজি ইনস্টিটিউটকে (বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রায় শূন্য অবস্থা থেকে সুদীর্ঘ ২২ বছর ধরে তিলে তিলে একে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাধন্য একটি প্রতিষ্ঠানে পরিণত করেন। জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। ধূমপান নিবারণের জন্য আধূনিকনামের প্রতিষ্ঠান গড়ে তুলে এর কার্যক্রম এতটা বিস্তৃত করেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তাকে তিনবার বিশেষ পদক দেন। চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা USTC (University of Science and Technology Chittagong) ডা. নূরুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার মোহাম্মদপুর গ্রামে। তার বাবার নাম সৈয়দুর রহমান, মায়ের নাম গুলমেহের। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৯৮৭ সালে তিনি জাতীয় অধ্যাপকহন। এছাড়াও ১৯৬৩ সালে প্রেসিডেন্ট গোল্ড ম্যাডাল, ১৯৮২ সালে বাংলা একাডেমী অব সায়েন্স গোল্ড ম্যাডালসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি।

সূত্রঃ মানবকন্ঠ,  ২১ জানুয়ারী ২০১৩ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।