তথ্য প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল
জানিয়েছে, তাদের
কার্যালয়ের কিছু কম্পিউটার
সাইবার হামলার শিকার হয়েছে৷ ক্যালিফোর্নিয়ায় এসব কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার আঘাত
হানে৷ তবে হ্যাকাররা কোন ধরনের তথ্য চুরি করতে পারেনি৷
অ্যাপলের ভাষ্য হচ্ছে, অল্প কিছু কম্পিউটার
আক্রান্ত হয়েছে৷ ওয়েব ব্রাউজারে
যেসব
জাভা প্লাগ-ইন ব্যবহার করা হয়,
সে
সবের মধ্য থেকে কোন একটিকে হামলার
মাধ্যম
হিসেবে বেছে নিয়েছে হ্যাকাররা৷ গত সপ্তাহে ফেসবুকে যে ক্ষতিকর সফটওয়্যার আঘাত হেনেছিল, অ্যাপলে সর্বশেষ হামলার
সঙ্গে সেই সফটওয়্যারের মিল
রয়েছে
বলেও দাবি প্রতিষ্ঠানটির৷
অ্যাপল জানায়,
‘‘অ্যাপল
এবং অন্যান্য প্রতিষ্ঠানে আক্রমণের জন্য ক্ষতিকর সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার ডেভেলপারদের একটি
ওয়েবসাইট থেকে এটি
বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে৷''
জাভা
প্লাগ-ইনের দুর্বলতার কথা অনেকের জানা আছে এবং সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানটি চেষ্টা করছে, ম্যাক কম্পিউটারে ব্যবহৃত
সব প্লাগ-ইন বিকল করে দিতে৷
গত মাসে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও হ্যাকিং ঠেকাতে সবাইকে ওয়েব ব্রাউজারে ব্যবহৃত জাভা
প্লাগ-ইন বন্ধ করে দিতে বলেছে৷তবে হামলা সত্ত্বেও কম্পিউটারে থাকা কোন ধরনের তথ্য
চুরি হয়নি বলে জানিয়েছে
অ্যাপল৷ স্টিভ জবস-এর এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘কোন তথ্য
অ্যাপল
ত্যাগ করেছে, এমন
কোন ইঙ্গিত আমরা পাইনি৷ ক্ষতিকর সফটওয়্যারের উৎস সন্ধানে আমরা আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷''
গত সপ্তাহে
ফেসবুকে যে ক্ষতিকর সফটওয়্যার আঘাত হেনেছিল, অ্যাপলে সর্বশেষ হামলার সঙ্গে সেই সফটওয়্যারের মিল রয়েছে
বলেও দাবি প্রতিষ্ঠানটির
|
অ্যাপল হচ্ছে আইফোন, আইপ্যাড,
আইপড
এবং ম্যাকিনটশ কম্পিউটার নির্মাতা
প্রতিষ্ঠান৷
গত কয়েকদিন ধরে চলা বিভিন্ন মার্কিন সংস্থার উপর সাইবার হামলার সর্বশেষ শিকার হয়েছে এই
প্রতিষ্ঠানটি৷ উত্তর ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘ফেসবুক এধরনের হামলার শিকার একমাত্র প্রতিষ্ঠান নয়৷ এটা পরিষ্কার যে, অন্যান্যরাও সম্প্রতি
আক্রান্ত হয়েছে৷'' চলতি মাসের শুরুতে টুইটারও হ্যাকারদের
আক্রমণের শিকার হওয়ার খবর জানিয়েছিল৷ আক্রমণকারীরা আড়াই লাখ টুইটার ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি
করতে সক্ষম হয়৷ এই
বিষয়ে টুইটারের নিরাপত্তা পরিচালক বব লর্ড বলেন. ‘এই আক্রমণ কোন
আনাড়ির
কাজ নয়, এবং
আমরা বিশ্বাস করি না যে, এটা
কোন বিচ্ছিন্ন ঘটনা৷'
উল্লেখ্য,
মার্কিন
পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালও সম্প্রতি হ্যাকারদের আক্রমণের শিকার হওয়ার কথা জানায়৷ তবে তারা
হামলাকারীরা চীনের
বলে দাবি করে৷
এআই / এসবি (এএফপি, এপি, ডিপিএ)
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।