সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Windows XP Setup – এক্সপি সেটাপ শিখি (নুতনদের জন্য)

Windows XP Setup – এক্সপি সেটাপ শিখি (নুতনদের জন্য)




Windows XP বর্তমান সময়ের কাছে অনেক পুরাতন তারপরও এর জনপ্রিয়তা নিয়ে কারো প্রশ্ন নেই সাধারণত যে সব নতুন ইউজার কম্পিউটার জ্ঞান অর্জন শুরু করে তারাও প্রথমে এক্সপি দিয়েই শুরু করে তাছাড়া Windows Setup শিখতে গেলেও Windows XP Setup এর ধারণাটা প্রথমেই আসে তাই Windows XP Setup সম্পর্কে জ্ঞান থাকটা জরুরী যদিও এখন Windows XP Setup শেখার ইউজারের সংখ্যা হাতেগুণা মাত্র তবে এখনো কম্পিউটার হার্ডওয়ারের জগতে নতুন এবং শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি এ পোষ্টটি করছি


Windows XP Setup:
Windows Setup শিখতে গেলে প্রথমে BIOS (Basic Input Output System) সেটিংস জানতে হবে আর এ বিষয়টি হাতে কলমে শিখার কোন বিকল্প নেই প্রয়োজনে অভিজ্ঞ কারো কাছে গিয়ে এ বিষয়টি জেনে নিতে হবে

প্রথমে BIOS1st Boot Device হিসেবে CD ROM সিলেক্ট করে দিতে হবে  তারপর XP CD পিসি CD ROM ড্রাইভে প্রবেশ করিয়ে পিসি রিস্টার্ট দিন এক্সপি সেটাপের কাজটি কয়েকটি ধাপে শেষ হয়


১ম ধাপঃ

এই পর্বটি হলো Partition Create/Delete, Format, File Copy এর পর্ব আপনার পছন্দমত Partition Create/Delete, Format করে নিতে পারবেন এখানে Partition Create/Delete, Format কাজগুলো করার পর Windows আপনার XP CD থেকে Installation এর সব ফাইল হার্ডডিস্কে কপি করে নিবে যা পরবর্তী রিস্টার্টের পর ইনস্টল হবে

পিসি রিস্টার্ট দেওয়ার পর মনিটরে চোখ রাখুন নিচের চিত্রের মত Press any Key To boot From CD...  মেসেজ আসার সাথে সাথে কী-বোর্ড থেকে এন্টার বা যে কোন কী চাপুন কোন কারণে কী চাপতে দেরী হলে আবার রিস্টার্ট দিতে হবে না হয় সেটাপ শুরু হবেনা কিছুক্ষণ অপেক্ষা করুন
 
কিছুক্ষণ পর নিচের চিত্রটি আসবে একদম নিচে দেখুন (সবসময় চিত্রের নিচে দেখতে হবে) সেখানে তিনটি লেখা আছে Enter=Continue, R=Repair, F3= Quit. আপনি যেহেতু সামনে এগুবেন তাই আপনাকে Continue করতে হবে আর তাই আপনি এন্টার চাপুন কিছুক্ষণ অপেক্ষা করুন

কিছুক্ষণ পর Windows XP Licensing Agreement page আসবে নিচের চিত্রের মত আপনাকে License এর সব শর্ত মেনে নিতে বা গ্রহণ করতে হবে মেনে না নিলে সামনে এগুনো যাবেনা আগের মত চিত্রের নিচে লেখা আছে সব কিছু আপনি যেহেতু License মেনে নিবেন তাই আপনাকে F8 চাপততে হবে কী-বোর্ড থেকে F8 মানে আমি Licensing Agreement মেনে নিলাম কাজটি করার পর আবার অপক্ষো করতে হবে
 
আপেক্ষা করার পর আপনার হার্ডডিস্ক এর সাইজ এর পার্টিশন বা ড্রাইভগুলো আসবে C ড্রাইভটা সিলেক্ট করা থাকবে না থাকলে কি-বোর্ড থেকে Arrow key এর মাধ্যমে C ড্রাইভটা সিলেক্ট করুন অথবা আপনি যে ড্রাইভে Windows Install করতে চান সেই ড্রাইভটা সিলেক্ট করুন এবার নিচের চিত্রে লক্ষ করুন আপনাকে Install করার জন্য Enter চাপতে বলছে তাহলে এন্টার চাপুন

আপনার হার্ডডিস্কটা যদি নতুন হয় তাহলে এখানে নিচের চিত্রের মত Un-partitioned space আসবে তখন আপনাকে আপনার হার্ডডিস্কের Partition করতে হবে Create Partition with XP  পোস্টটিতে পার্টিশান কিভাবে করতে হয় তা নিয়ে বর্ণনা আছে
ENTER চাপলে Format এর অপশন আসবে প্রতিটি ড্রাইভকে ব্যবহারের উপযোগী করার জন্য যেকোন একটি Format ব্যবহার করতে হয় Windows সাধারণত FAT আর NTFS দুটি Format সমর্থন করে আর Windows XP দুটি ফরমেটেই ইনস্টল করা যায় আর ফরমেট করার জন্য এখানে চারটা থেকে একটি সিলেক্ট করতে হবে আপনাকে আপনার প্রয়োজমোতাবেক সাধারণত আমি NTFS Quick বা ১ম টা ব্যবহার করি তাই আপনি একটি অপশন সিলেক্ট করে Continue করার জন্য Enter চাপুন 

এরপর ফরমেট কনফার্ম করার জন্য F চাপতে হতে পারে

নিচের চিত্রের মত ফরমেটিং এর কাজ শুরু হবে  ফরমেট শেষ হলে ফাইল কপির কাজ শুরু হবে এ কাজগুলো হতে ৫-১০ মিনিট মত লাগবে কাজ শেষ হলে পিসি অটোমেটিক রিস্টার্ট নেবে তাহলে ১ম পদক্ষেপ শেষ রিস্টার্টের পর ২য় পদক্ষেপ শুরু হবে






২য় ধাপঃ
এই পর্বটি হলো Installation পর্ব এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক করে নিতে হবে বাকি Installation এর কাজ Windows করে নিবে

এ পর্যায়ে (Continue the installation) ইন্সটলেশন শুরু হবে যেখানে আপনি দেখবেন Aproximately39 minutes লেখা আছে  যা দেখতে নিচের চিত্রের মত দেখাবে Aproximately39 minutes এর কথা বলা থাকলেও বাস্তবে এত সময় লাগেনা
 
Installation Process চলার কিছুক্ষণ পর নিচের চিত্রটি আসবে আর আপনি Next দেবেন
 
এরপর নিচের চিত্রটি আসবে আপনি আপনার নামটা লেখবেন এবং Next দেবেন
 
১০ এরর নিচের চিত্রটি আসবে যেখানে Product Key/Serial Key গুলো লেখতে হবে সিরিয়াল কী দেওয়ার পর Next দিন

১১ নিচের চিত্রটিতে আপনি চাইলে কম্পিউটার নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন বা কিছুই না দিয়ে Next দিতে পারেন সাধারণত নেটওয়ার্কিং এর জন্য সুন্দর একটি কম্পিউটার নেম দিলে ভালো হয় এখানে ব্যবহৃত আপনার ইউজার পাসওয়ার্ড ভুলে গেলে আমার এ লিংকটি  দেখতে পারেন

১২ এখানে বর্তমান Date, Time ঠিক করে দিনে এছাড়া Time Zone হিসেবে আমাদের দেশের জন্য Dhaka সিলেক্ট করে দিন এগুলো পরেও ঠিক করা যায় সবশেষে Next দিন
 
 
১৩ আরো কিছুক্ষণ পর নিচের চিত্রটি আসতে পারে, এখানেও আপনাকে Typical Settings ঠিক রেখে Next দিতে হবে
 
১৪ নিচের চিত্রটি Workgroup এর জায়গায় আপনি আপনার নেটওয়ার্কিং প্রতিষ্ঠান থাকলে তার নাম দিতে পারেন এটি Networking এর জন্য গুরুত্বপূর্ণ না জানলে যেমন আছে তেমন রেখে শুধু Next দিন এরপর অপেক্ষা করতে থাকুন এখানে Windows গুরুত্বপূর্ণ ড্রাইভার, হটফিক্স এবং সফটওয়ার ইনস্টল এবং প্রয়োজনীয় সেটিংস এর কাজ করবে কাজ শেষে পিসি রিস্টার্ট নেবে রিস্টার্টের আগে পিসি কোন কারণে বন্ধ হয়ে গেলে আবার Aproximately39 minutes বা ২য় ধাপ থেকে শুরু করতে হবে তাই এ ধাপটি চলাবস্থায় পিসি বন্ধ হওয়া যাবে না



৩য় ধাপঃ

এই পর্বটি হলো User Profile Settings এর পর্ব এখানে আপনাকে পছন্দমত বেশ কিছু সেটিংস ঠিক করে নিতে হবে

১৫ নিচের চিত্রটি এ পর্বের প্রথম সেটিংস এখানে OK দিন এরপর আবার মেসেজ আসবে এবং এখানেও OK দিতে হবে
 
  
১৬ এরপর নিচের চিত্রগুলো আসতে পারে। চিত্র অনুযায়ী সেটিংস দিয়ে সামনে এগিয়ে যান



 
১৭ এখানে User Name লিখতে হবে সর্বোচ্চ পাঁচটি ইউজারের নাম লিখতে পারেন এতগুলো যদিও দরকার হয় না User Name লিখার পর Next দিন

১৮ এবার Thank you! page, আসবে  Finish দিন

১৯। অল্প কিছুক্ষণ পর নিচের মত এক্সপি'র ডেস্কটপ দেখতে পাবেন। এবার প্রয়োজনীয় ড্রাইভার, সফটওয়ার ইনস্টল করে নিন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।