সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Ichthyosis - ত্বকের জটিল রোগ ইক্থায়ওসিস

Ichthyosis - ত্বকের জটিল রোগ ইক্থায়ওসিস


ichthyosis
Ichthyosis

ইক্থায়ওসিস ত্বকের একটি রোগ। এ রোগে ত্বক শুষ্ক, রুক্ষ, ফাটা, আঁশের মতো হয়ে থাকে। গ্রিক শব্দ 'ইকথাইস' মানে মাছ, যদিও সবক্ষেত্রে আক্তান্ত ত্বক মাছের আঁশের মতো নাও হতে পারে। প্রায় ২৫ ধরনের 'ইকথায়ওসিস' থাকলেও ৯৫% ক্ষেত্রে 'ইকথায়ওসিস ভালগারিস' নামে জন্মগত রোগ হিসেবে প্রকাশ পায়। জন্মের প্রথম বছরেই লক্ষণ প্রকাশ পেতে থাকে। জন্মগত ত্রুটি ছাড়াও পরবর্তীতে এ রোগে অনেকে আক্রান্ত হতে পারে। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সীরা এতে আক্রান্ত হতে পারেন। সাধারণত প্রতি তিনশ জনে একজন এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। ত্বক ছাড়াও চোখে এ রোগের লক্ষণ দেখা দিতে পারে। এটি কোনো সংক্রামক রোগ নয় বিধায় সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না।


কারণঃ আমাদের ত্বকের কোষসমূহ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। পুরনো কোষ ঝরে নতুন কোষ জায়গা করে নিয়ে থাকে। কোনো কারণে পুরনো কোষ ঝরেপড়ার সমস্যা হলে কিংবা খুব দ্রুত নতুন কোষ তৈরি হতে থাকলে এ রোগ দেখা দেয়।

লক্ষণঃ সামান্য ত্বক শুষ্ক থেকে ত্বকে ফাটা, ফোস্কা পড়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। দেখতে সাধারণত শুষ্ক, রুক্ষ, কড়কড়ে আঁশের মতো হয়ে থাকে। প্রায় পুরো শরীরের ত্বকে লক্ষণ প্রকাশ পেয়ে থাকে।
Ichthyosis
Ichthyosis

চিকিৎসাঃ এ রোগ নির্মূল করা যায় না। তবে নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। যাদের ক্ষেত্রে লক্ষণ শুধু শুষ্ক ত্বক তারা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার লোশন, ক্রিম, গোসলের তেল ব্যবহার করে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। লক্ষণের তীব্রতার ওপর নির্ভর করে কি ধরনের চিকিৎসা প্রদান করা হবে। অনেক সময় মুখে খাবার ওষুধ দেওয়া হয়। আক্রান্ত রোগীকে সচেতন এবং শিক্ষা দেওয়া এ রোগের চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে থাকে।
Ichthyosis
Ichthyosis

জটিলতাঃ ত্বকের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে বিধায় আক্রান্তদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। ফেটে যাওয়ার কারণে চলাফেরা করতে অসুবিধা হতে পারে। ত্বকে সংক্রমণ বা ইনফেকশন হতে পারে। চোখ আক্তান্ত হলে দৃষ্টির সমস্যা হতে পারে। মনে রাখবেন সরাইয়াসিস, একজিমা ইত্যাদি রোগে একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে এবং অন্যান্য জন্মগত জটিল রোগের লক্ষণ হিসেবে বা একই সঙ্গে এ রোগ প্রকাশ পেতে পারে।


ডা. এম আর করিম রেজা
কনসালটেন্ট, ত্বক-এলার্জি
এবং কসমেটিকজনিত রোগ
মেডিকেয়ার, ফোন : ৯৮৮৬৯৭৩


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ২২-০২- ২০১৩ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।