Bootable ISO
ফাইল সাধারণত সিডি/ডিভিডেতে রাইট করার জন্য তৈরি করা হয়ে থাকে। সিডি/ডিভিডিতে ইমেজ হিসেবে রাইট করলে সেই সিডি/ডিভিডি বুটেবল হয় এবং
প্রয়োজনীয় কাজ করা যায়। আপনি ইচ্ছে করলে আপনার Bootable ISO ফাইলকে USB তেও রাইট করতে পারেন। এ ক্ষেত্রে সিডি/ডিভিডি দিয়ে যে কাজ করা যাবে এই USB দিয়েও একই কাজ করা যাবে। যেকোন Bootable ISO ফাইলকে এই পদ্ধতিতে USB তে Write/Burn করা যায়।
কিভাবে করতে হবেঃ
কাজটি করার জন্য আপনার লাগবে Ultra ISO নামের একটি
ছোট্ট সফটওয়ার। সফটওয়ারটি কিন্তু Professional। এরকম আরো কয়েকটি সফটওয়ার আছে যা দিয়ে
Ultra ISO এর মত প্রায় সব
কাজ করা যায়। যেমন ISOpen, Magic ISO,
PowerISO।
১। আপনার USB Device টি পিসিতে
সংযোগ করুন। Ultra ISO রান করে File>Open (Ctrl+O) কমান্ড দিন।
২। Browse করে আপনার Bootable ISO ফাইলটি এড করুন যেটা আপনি রাইট করতে
চান।
৩। Bootable>Write
Disk Image... কমান্ড দিন।
ছবির মত সব Settings দিন। একাধিক Pendrive পিসিতে সংযুক্ত
থাকলে Disk Drive থেকে USB Device সিলেক্ট করে
দিন। একটি হলে দরকার নেই।
এখানে Write Method এর জায়গায় কয়েকটি অপশন রয়েছে। সব কটি অপশন বায়োস থেকে বুট করার অপশন এবং তা সব ব্রান্ডের সব ভার্সনের
বায়োসে থাকে না। তাই আপনার বায়োসে কোন অপশনটি আছে দেখুন। সেই অনুযায়ী উপযুক্ত অপশনটি নির্বাচন করুন। অন্যথায় আপনার
পিসি USB Device টি থেকে বুট
করতে ব্যর্থ হবে। সাধারণত USB-HDD+ অপশনটি প্রায় সব বায়োসে থাকে তাই আমি ঐ টি নির্বাচন
করলাম।
৪। আপনার
পেনড্রাইভটি Format করতে চায়লে Format বাটনে ক্লিক করে
Format করতে পারেন। সবশেষ Write বাটনে ক্লিক
করুন। কাজ শেষে আপনার USB Device টি Safely
Remove করুন।
(সাধারণত USB-HDD+ অপশনটি প্রায় সব বায়োসে থাকে)
উত্তরমুছুনবায়োসে গিয়ে যেখানে ইউসবি সিলেক্ট করি ঐখানেই তো এই অপশনটি থাকবে?
হ্যাঁ.
মুছুনধন্যবাদ।
মুছুনvai Amar Ai Lekha Ta Ashe
উত্তরমুছুন"INF FILE textsetup.sif is corrupt or missing,status 18.Setup cannot continue.prees any key to Exit"
plz Vaia Solve me
কখন মেসেজটা পাচ্ছেন?
মুছুন"Jokhon Ami Xp ISO file ta dei Tokhon Bro"....
উত্তরমুছুনR Vai Win xp & Win 7 ta ke akta DVD te Kore Bootable DVD Crate Kora Jai Ki Plz Bro Help Me
আপনার ISO টি কিভাবে, কোন সিডি দিয়ে তৈরি করেছেন? আপনি একসাথে xp & Win 7 কে ডিভিডি করতে চায়লে Sardu দেখতে পারেন।
মুছুনভাই আপনি এমন সব জটির জটিল পোষ্ট করেন .......কমেন্ট না করে থাকা যায় না।অনেক উপকারি লেখা । অসংখ্য ধন্যবাদ ভাই।
উত্তরমুছুন