সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Sardu – Multi Boot USB, CD, DVD তৈরির জন্য অতুলনীয়

Sardu – Multi Boot USB, CD, DVD তৈরির জন্য অতুলনীয়



Multi Boot USB বা Multi Boot CD/DVD বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কম্পিউটার ডিভাইস এ কথা মাথায় রেখেই Yumi নিয়ে Multi Boot USB এর উপর আমরা একটি পোষ্ট করেছিলাম এতে Multi Boot USB কি এবং কিভাবে তা তৈরি করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল আজকে তেমন আরেকটি টুল নিয়ে লেখবো যারা নাম Sardu এই টুলটি একদম ফ্রী এবং এটি দিয়ে অনেক গুলো ISO File (Anti Virus Rescue CD, Bootable Utility CD, Linux, Windows ইত্যাদি) ব্যবহার করে আপনি একাধারে Multi Boot USB, Multiboot CD, MultiBoot DVD তৈরি করতে পারবেন নিজের মত করে এর ব্যবহারটাও খুব সহজ তাছাড়া এটি Windows এর সকল ভার্সনে (32 bit, 64 bit সহ) ব্যবহার করা যায়


ব্যবহার পদ্ধতিঃ
আপনি যে যে ISO File গুলো ব্যবহার করবেন তা সব একটি ফোল্ডারে রাখুন আমি D Drive MultiBoot নামে ফোল্ডারে রেখেছি ধরে নিলাম আপনিও তাই করেছেন মনে রাখতে হবে যে - আপনি যে ISO File গুলো ডাউনলোড করবেন তা Rename করা যাবে Original নামটাই রাখতে হবে Sardu জিপ ফোল্ডারে প্যাক করা থাকে সেটআপ না করেই পোর্টেবল হিসেবে ব্যবহার করা যায় Download করে নিন

যদি এমন হয় যে, আপনার কাছে Bootable CD/DVD আছে কিন্তু ISO ফাইল নেই তাহলে Bootable CD/DVD কে ISO ফাইল হিসেব তৈরি করুন। এ জন্য আমার CD to ISO, DVD to ISO পোষ্টটি দেখুন।

Sardu ডাউনলোড করে এক্সট্রাক্ট করেন নিচের মত ফাইল ফোল্ডারগুলো দেখবেন ওখানে 32 bit, 64 bit এর জন্য আলাদা আলাদা ফাইল আছে 32 bit এর জন্য Sardu নামের ফাইলটি রান করুন License Agreement আসলে Accept দিন

  
নিচের মত আসবে ওখানে ISO ফাইল এড করার জন্য Anti Virus, Utility, Linux, Windows নামে আলাদা আলাদা বাটন আছে (লাল চারকোণায় চিহ্নিত) উপরে Menu Bar (কালো তীর চিহ্নিত) আর মাঝখানে Tool Bar (সবুজ তীর চিহ্নিত) রয়েছে


ISO বাটনে (কালো তীর চিহ্নিত) ক্লিক করুন
  

Browse করে  আপনার MultiBoot ফোল্ডারটি দেখিয়ে দিন যেটাতে Bootable ISO ফাইলগুলো রেখেছেন
  
  
উপরের স্টেপে MultiBoot ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনার ISO ফাইল গুলো অটোমেটিক এড হয়ে যাবে এড হয়েছে কি না তা দেখার জন্য Anti Virus, Utility, Linux, Windows বাটনগুলোতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এড করা ISO ফাইল ফাইলগুলোতে টিক মার্ক দেয়া আছে ইচ্ছে করলে টিক মার্ক তুলে দিয়ে বাদও দিতে পারেন যেমন আমার Utility বাটনে কি কি আছে দেখুন

 
যদি আপনার কোন একটা Bootable ISO ফাইল ডাউনলোড করার দরকার হয় কিন্তু আপনি লিংক জানেন না তাহলে পছন্দের ফাইলটির নামীয় বাটনটাতে ক্লিক করুন যেমন আমার FedoraBootable ISO ফাইল দরকার আমি Fedoraর নামীয় বাটনটাতে ক্লিক করলাম (লাল চারকোণা চিহ্নিত) সাথে সাথে Browser আপনাকে Fedoraর ডাউনলোড পেজে নিয়ে যাবে


যদি এমন হয় যে আপনার কোন ISO ফাইল MultiBoot ফোল্ডারে আছে কিন্তু Sardu তে এড হয় নি তাহলে বুঝতে হবে যে আপনার ফাইলটা Rename করা আছে আপনার পছন্দমত নাম দিলে কাজ হবে না ওটাকে Sardu’র দেয়া নির্দিষ্ট নামে Rename করতে হবে নামটা কি হবে তা দেখার জন্য নির্দিষ্ট ফাইলটির উপর মাউস পয়েন্টার ধরুন তাহলে নাম সহ বর্ণনা পাবেন যেমন আমি Windows XP Professional এর নামের উপর মাউস ধরলাম মেসেজ দেখাচ্ছে-Not Downloadable (মানে ওটা ডাউনলোড করা যাবে না), নাম হিসেবে দেখাচ্ছে  Install_XP_ Pro (সবুজ তীর চিহ্নিত) তার মানে এর নাম দিতে হবে Install_XP_ Pro সাথে একটি * (Star) চিহ্নও আছে এর মানে আপনি Install_XP_ Pro এর শেষে আরো কিছু যুক্ত করতে পারবেন তবে মাঝখানে ফাঁকা রাখা যাবে না যেমন Install_XP_ Pro_32bit এভাবে আপনার ISO ফাইলটি Rename করে নিন তারপর Refresh বাটনে ক্লিক করুন (সবুজ তীর চিহ্নিত)

 
আপনার USB Device (Pendrive) টি পিসিতে যুক্ত করুন তারপর Search USB বাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত)
 

 
USB Device এর লিস্ট দেখাবে (কালো তীর চিহ্নিত) আপনার একাধিক USB Device পিসিতে সংযুক্ত থাকলে একটি সিলেক্ট করে দিন যেটাকে Multi Boot USB করবেন (USB তে কোন গুরুত্বপূর্ণ ডাটা থাকলে কোথাও সেভ করে নিন)
 

Make a USB বাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত)

আপনি যদি Multi Boot USB তৈরি না করে Multi Boot CD/DVD তৈরি করতে চান তাহলে Make a ISO বাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত) ISO তৈরি করলে পরে CD/DVD তে রাইট করতে পারবেন আর সরাসরি CD/DVD তে রাইট করতে চায়লে নিচের বাটনে ক্লিক করতে পারেন তবে আগে ISO তৈরি করাই ভাল

 
১০ আমি ISO তৈরি করবো তাই Make a ISO বাটনে ক্লিক করলাম Browse করে দিখেয়ে দিতে হবে আমার ISO ফাইলটা কোথায় সেভ হবে

 
১১ নিচের মত Multi Boot ISO ফাইলগুলো Extract হয়ে কপি হতে শুরু করবে ফাইলগুলোর সাইজের উপর ভিত্তি করে সময় লাগবে
 

 
১২ কপি শেষে নিচের মত Successful মেসেজ আসবে অপেক্ষা করুন এ সময় কিছুই করার প্রয়োজন নেয়

  
১৩ এবার আপনার Multi Boot ISO তৈরির কাজ শুরু হবে

 
১৪ অবশেষে নিচের মত Successful মেসেজ আসবে আপনার Multi Boot ISO তৈরি হয়েগেছে Sardu ক্লোজ করে দিন আর Multi Boot ISO টি CD/DVD তে রাইট করে নিন ISO কিভাবে রাইট করবেন তা জনার দরকার হলে আমার Image Burner, Nero নিয়ে পোষ্টগুলো দেখতে পারেন
 

১৫। এবার পেনড্রাইভ থেকে পিসি বুট করালে নিচের মত Boot Menu আসবে।




আরও পড়ুন Multiboot Windows USB with SARDU.

Download: Homepage, CNET, Softpedia,  
 

২৩টি মন্তব্য:

  1. Vhai Sardu Download kivhabe korbo plzz direct link ta din...R Windows chara baki soft gulo'r jonno ki ISo file Creat korte hoye.....Ta hole ta kivhabe..???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. http://www.sarducd.it/download/SARDU_2.0.6.5.zip
      বুটেবল ISO ছাড়া অন্য ফাইল কাজ করবে না।

      মুছুন
    2. কামরুল ভা্‌ই মার্কেটে উইন্ডোজ ৭ এর যে ডিস্ক গুলো পাওয়া যায় ঐগুলোতে তো ultimate,professional,starter,premium সবগুলো র্ভাশন এক সাথে এড খাকে এগুলো আলাদা কিভাবে করবো?
      (উইন্ডোজ ৭ এবং৮ এর যদি মাল্টিবুট ডিভিডি তৈরি করি তাহলে তো একটি ডিভিডি ডিস্কে হবে না করার কি কোন উপায় আছে?)

      মুছুন
  2. কামরুল ভাই windows7 & 8 একটি ডিভিডি ডিস্কে এড করার কোন উপায় আছে? windows7 এর ডিস্কে ultimate,starter,professional এগুলোতো একসাথে এড করা খাকে আলাদা কি করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. windows7 & 8 এর সাইজ প্রায় ৩ জিবির বেশি। দুটো এক করলে তা ডিভিডিতে হবে না। সুতরাং করতে হলে পেনড্রাইভে করতে পারেন। windows7 & 8 এর ফাইল সিস্টেম প্রায় একই রকম। তাই করতে হলে সেখানে কিছু কোডিং করতে হতে পারে। আমি করি নি তাই বলতে পারছি না। আপনি Yumi, Sardu টুলগুলো দিয়ে ট্রাই করতে পারেন।

      আলাদা করা যায়। আপনি RT Se7en Lite টুলটি ব্যবহার করতে পারেন।

      মুছুন
    2. কামরুল ভাই উইন্ডোজ ৮ এ কপি কোন কিছু কপি করার সময় যে সিস্টেমে টা আসে এইটা কি একটা সফটওয়্যার না কোন কোন কোডং ফাইল ? যদি সফটওয়্যার হয় তাহলে কিভাবে আলাদা করা যেতে পারে?

      মুছুন
    3. আপনার ১৫নং এর স্ক্রীনশট কি এডিট করা যাবে(মেনুটা)?

      মুছুন
    4. ওটা Windows 8 এর বিল্ট ইন কপি সিস্টেম। আলাদা করার সুযোগ নেই।

      আর ১৫ নং ছবিটা রিপ্লেস করা যায়।

      মুছুন
    5. কিভাবে রিপ্লেস করবো?

      মুছুন
    6. পেনড্রাইভ তৈরি করার পর পেনড্রাইভে ঐ ইমেজটা খুঁজে দেখেন। তারপর একই সাইজ আর কালার মিলিয়ে ইমেজটা কপি করে দিবেন। আসলটা রিনেম করে বেকআপ রাখতে পারেন।

      মুছুন
    7. আমি ডিভিডি তে রাইট করবো। তাহলে কিভাবে রিপ্লেস করবো?

      মুছুন
    8. ডিভিডিতে রাইট করলেতো আর সম্ভব নয়। আপনি যদি পেনড্রাইভে করেন তাহলেই সম্ভব।

      মুছুন
  3. কামরুল ভাই ডেক্সটপ থেকে Empty Recycle Bin ডিলেট হয়ে গেছে এখন কিভাবে আনবো?(এক্সপি তে)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১। Tweak UI টুলটি ব্যবহার করতে পারেন।

      ২। Group Policy ব্যবহার করতে পারেন। Run এ গিয়ে GPEDIT.MSC লিখে এন্টার চাপুন। তারপর User Configuration>Administrative Templates>Desktop এ গিয়ে Remove Recycle Bin icon from the desktop এর উপর ডাবল ক্লিক করেন। Setting হিসেবে Not Configured দিয়ে ওকে দিন।

      মুছুন
  4. ভাই ভিডিও টিউটোরিয়াল দিলে ভাল হয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে স্বাগতম। বিদ্যুতের জন্য একটানা কাজ করতে পারি না। কমেনটস করুন। ইনশাহ আল্লাহ উত্তর পাবেন।

      মুছুন
  5. Acronis True Image এড করতে পারছি না , একটু হেল্প করুন । আমার কাছে যে Acronis True Image 2012 ISO ফাইলটা আছে , অন্য সফটওয়্যার দিয়ে রাইট করে কাজ করতে পারি । কিন্তু Sardu দিয়ে রাইট করলে , Acronis ওপেন করে ব্যাকআপ নিতে নিলে .......is not full version ......... মেসেজ দিয়ে কিনতে বলে ।

    একটু আমাকে আইডিয়া দেন , আমার খুব দরকার , কারন অনেক সফটওয়্যার এক সাথে করে ডিভিডি রাইট করতে হবে তাই Sardu-এর বিকল্প কিছু পাচ্ছি না ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার iso টা কিভাবে তৈরি করেছেন? ওটা কি ট্রায়াল ভার্সন থেকে তৈরি?

      মুছুন
    2. আমি আপনার দেয়া http://www.4shared.com/file/76dhXD0-/____.html ফাইলটি ব্যবহার করেছি ।
      আমার নিজেরও ফাইল ছিল । একই সমস্যা দেখায় । ISO টি Yumi দিয়ে রাইট কোন করলে সমস্যা করে না ।
      কিন্তু Sardu দিয়ে রাইট করলেই "..is not full version ..." সমস্যা দেখায় ।

      উল্লখ্য যে Sardu তে ISO\Extra\extra.cfg ফাইলটিতে আমি নিচের লাইনগুলি যুক্ত করেছিলাম

      #-> EDIT HERE <-
      Label Acronis True Image
      Menu Label ^Acronis True Image
      MENU INDENT 1
      kernel /extra/Acronis/kernel.dat
      append initrd=/extra/Acronis/ramdisk.dat vga=0x314 ramdisk_size=50000 quiet
      #-> EDIT HERE <-

      মুছুন
    3. আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার লেখাটি পড়ে আমি টেস্ট করে দেখলাম। কোন সমস্যা হয় নি। আপনি কিভাবে এড করেছেন তা কিন্তু বলেন নি। তাছাড়া আপনি উপরে যে কমান্ডটি দিয়েছেন তা ভুল কমান্ড। ওটি দিয়ে কাজ করবে না। যাক-
      আপনি Sardu রান করে Extra>Add Extra ISO (GRUB) এ ক্লিক করে আপনার ISO টি এড করে দেখুন। কাজ করবে।

      মুছুন
  6. Hy spr bro it's an nyc idea and support me
    https://ajithsmokie.blogspot.in

    উত্তরমুছুন
  7. Hy spr bro it's an nyc idea and support me
    https://ajithsmokie.blogspot.in

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।