সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: চার্জার দিয়ে আইফোন হ্যাক!

চার্জার দিয়ে আইফোন হ্যাক!


মাত্র এক মিনিটের মধ্যেই ম্যালিসাস চার্জার ব্যবহার করে আইফোনে ভাইরাস প্রবেশ করানো সম্ভব বলেই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। প্রযুক্তি নিরাপত্তা গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোনের চার্জার ব্যবহার করে সহজেই আইফোন হ্যাক করা সম্ভব। অনেকেই ম্যালিসাস সফটওয়্যারের কথা শুনেছেন কিন্তু ম্যালিসাস চার্জার ব্যবহার করে আইফোন হ্যাক করার ঘটনা একেবারেই নতুন। 


জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা মুঠোফোনের চার্জার ব্যবহার করে মাত্র এক মিনিটেই আইফোনে ভাইরাস প্রবেশ করানোর প্রমাণ দেখিয়েছেন। গবেষকেরা জানিয়েছেন, এতে জেলব্রেকিংয়ের প্রয়োজনও পড়ে না। গবেষকেরা আইফোন হ্যাক করার কাজে ব্যবহূত চার্জারটির নাম দিয়েছেন ম্যাকট্রান্স। ম্যাকট্রান্স তৈরিতে ব্যবহূত হার্ডওয়্যার এতই ক্ষুদ্রাকৃতির যে তা অ্যাডাপ্টর, ডকিং স্টেশন বা এক্সটার্নাল ব্যাটারিতেও লুকিয়ে রাখা সম্ভব। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ২৭ জুলাই থেকে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট নামের হ্যাকার সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন গবেষকেরা।


সূত্রঃ প্রথম আলো, ০৪ জুন ২০১৩

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।