সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Photoshop 8.0 CS Silent + 3 Important Plugins

Photoshop 8.0 CS Silent + 3 Important Plugins



গ্রাফিক্স কাজের জন্য Photoshop কতটুকু জনপ্রিয় তা নতুন করে বলার নেই Home আর Professional উভয়ের কাছে এটি সমান জনপ্রিয় বর্তমানে Photoshop কে অনেক বেশি ফিচার সমৃদ্ধ করা হয়েছে তবে সাইজটা বেশি যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে আপডেট ভার্সনটিই দরকার তবে Home User দের কাছে এত বেশি সাইজের Update Version টি দরকার নেই Home User দের কাছে Version 7.0 এবং Version 8.0 CS জনিপ্রয় কারণ সাইজ কম, কম র‍্যামে চলে, খুব বেশি শক্তিশালী পিসির দরকার হয় না  তাছাড়া এ ভার্সনগুলোতে প্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করে অনেক কাজ করা যায় আমি নিজেও Version 8.0 CS ব্যবহার করি Photoshop প্রায় সব ইউজারদের কাছেই সংগ্রহে থাকে তারপরও এটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি প্লাগিনযুক্ত করে এই ভার্সনের Silent Install প্যাক তৈরি করেছি যা দ্রুত ইন্সটল হবে ইনস্টলের সময় কোন Product Key, User Name বা Company Name ইত্যাদি তথ্য দেয়ার দরকার নেই


এই Silent প্যাকটির সাথে রয়েছে খুব জনিপ্রয় তিনটি প্লাগিন যা কম বেশি সবার প্রয়োজন হতে পারে প্লাগিনগুলো আলাদাভাবে ইন্সটল করার দরকার নেই একসাথেই ইন্সটল হয়ে যাবে প্লাগিনগুলো হলো Grain Surgery, Portraiture, Windows ICON প্রথম দুটি প্লাগিন ছবিতে গ্ল্যামার যুক্ত করে ছবিকে অত্যন্ত চমৎকার করে এ প্লাগিনগুলো Studio তে ব্যবহৃত হয় প্রফেশনাল কাজের জন্য ছবিকে আকর্ষনীয় করার জন্য এ প্লাগিনগুলোর তুলনা নেই বললেই চলে তাই এগুলোর জনপ্রিয়তাও সর্বাধিক ইন্সটলের পর এগুলো Filter Menu’র অধীনে থাকে কোন ছবি Open করে শুধু Apply>OK করলেই হবে


বাকি Plug-in টি পছন্দমত বিভিন্ন সাইজের ICON ফাইল তৈরি করার জন্য File Format হিসেবে ব্যবহার করা হয় নির্দিষ্ট সাইজের ICON তৈরি করার পর Save as দিয়ে File Format হিসেবে ico সিলেক্ট করেই দিলেই তৈরি হয়ে যাবে পছন্দের ICON ফাইল

যাদের পছন্দ হয় নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন এক্সপিতে ডাবল ক্লিক আর সেভেনে Run as Administrator হিসেবে রান করুন কিছুক্ষণ পর প্লাগিনসহ সব কিছু ইনস্টল হয়ে যাবে ভাল বা মন্দ কমেন্টসে জানাতে পারেন

Download: Mediafire



৩টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।