সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Clear Screen Smart phone - স্যামসাংয়ের স্বচ্ছ দুই পর্দার স্মার্টফোন!

Clear Screen Smart phone - স্যামসাংয়ের স্বচ্ছ দুই পর্দার স্মার্টফোন!


স্মার্টফোন হবে স্বচ্ছ, আবার তার দুই দিকে থাকবে ডিসপ্লে! এত দিন প্রাথমিক নকশা পর্যায়ে ছিল এমন স্মার্টফোন। এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এগিয়ে আসছে এ ধরনের স্মার্টফোন তৈরিতে। সম্প্রতি স্বচ্ছ ডুয়াল স্ক্রিনের একটি স্মার্টফোনের জন্য পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


দুই স্ক্রিনের স্মার্টফোন তৈরির ক্ষেত্রে অবশ্য স্যামসাংই প্রথম নয়। এ বছর দুই স্ক্রিনের স্মার্টফোন ইয়োটাবাজারে এসেছে। রাশিয়ার মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান ইয়োটা বছরের শুরুতে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় দুই স্ক্রিনের স্মার্টফোনটি দেখিয়েছিল। এ বছরের ডিসেম্বর থেকে ইউরোপের পাঁচটি দেশের বাজারে একসঙ্গে বিক্রি শুরু হয়েছে বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ইয়োটা। ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য স্মার্টফোনটিতে এলসিডি ডিসপ্লের পাশাপাশি আছে ই-ইংক ডিসপ্লে। ই-ইংক ডিসপ্লে ইবুক রিডারে ব্যবহূত হয়। মার্কিন প্রযুক্তি গবেষকদের মতে, স্যামসাং কর্তৃপক্ষ স্বচ্ছ দুই স্ক্রিনের ডিসপ্লের পেটেন্ট করায় এ প্রযুক্তির উন্নয়ন আরও একধাপ এগিয়ে যাবে। নতুন এই স্মার্টফোনে উন্নত প্রযুক্তির নিয়ন্ত্রণব্যবস্থা, উন্নত নিরাপত্তা ও নতুন ফিচার আনবে স্যামসাং। তবে স্যামসাং শিগগিরই এই স্মার্টফোন বাজারে আনবে না বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, স্যামসাং এখন নমনীয় স্মার্টফোনের দিকে গুরুত্ব দিচ্ছে বেশি।


সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০৬, ২০১৩

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।