স্মার্টফোন হবে স্বচ্ছ, আবার তার দুই দিকে থাকবে ডিসপ্লে! এত দিন
প্রাথমিক নকশা পর্যায়ে ছিল এমন স্মার্টফোন। এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য
নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এগিয়ে আসছে এ ধরনের স্মার্টফোন তৈরিতে। সম্প্রতি
স্বচ্ছ ডুয়াল স্ক্রিনের একটি স্মার্টফোনের জন্য পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুই স্ক্রিনের স্মার্টফোন তৈরির ক্ষেত্রে অবশ্য স্যামসাংই প্রথম নয়। এ বছর দুই স্ক্রিনের স্মার্টফোন ‘ইয়োটা’ বাজারে এসেছে। রাশিয়ার মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান ইয়োটা বছরের শুরুতে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় দুই স্ক্রিনের স্মার্টফোনটি দেখিয়েছিল। এ বছরের ডিসেম্বর থেকে ইউরোপের পাঁচটি দেশের বাজারে একসঙ্গে বিক্রি শুরু হয়েছে বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ইয়োটা। ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য স্মার্টফোনটিতে এলসিডি ডিসপ্লের পাশাপাশি আছে ই-ইংক ডিসপ্লে। ই-ইংক ডিসপ্লে ইবুক রিডারে ব্যবহূত হয়। মার্কিন প্রযুক্তি গবেষকদের মতে, স্যামসাং কর্তৃপক্ষ স্বচ্ছ দুই স্ক্রিনের ডিসপ্লের পেটেন্ট করায় এ প্রযুক্তির উন্নয়ন আরও একধাপ এগিয়ে যাবে। নতুন এই স্মার্টফোনে উন্নত প্রযুক্তির নিয়ন্ত্রণব্যবস্থা, উন্নত নিরাপত্তা ও নতুন ফিচার আনবে স্যামসাং। তবে স্যামসাং শিগগিরই এই স্মার্টফোন বাজারে আনবে না বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, স্যামসাং এখন নমনীয় স্মার্টফোনের দিকে গুরুত্ব দিচ্ছে বেশি।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।