সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Shrink Volume কি, কেন এবং কিভাবে করতে হয় বিস্তারিত

Shrink Volume কি, কেন এবং কিভাবে করতে হয় বিস্তারিত




Shrink Volume বিষয়টির সাথে কি আপনি পরিচিত আছেন? যদি কখনো Drive Resize করে থাকেন তাহলে আমি বলবো আপনি কাজটি আগে করেছেন ধরুন আপনার পিসিতে অনেক বড় হার্ডডিস্ক কিন্তু একটি বা দুটি মাত্র ড্রাইভ আছে অথচ অনেক বড় জায়গা খালি পড়ে আছে যা দিয়ে আপনি ইচ্ছা করলে আরো কয়েকটি ড্রাইভ তৈরি করতে পারবেন বিশেষ করে বাইরের দেশ থেকে যে সব পিসি আসে সেগুলোতে এরকম অবস্থা দেখা যায় একটি ড্রাইভকে রিসাইজ করে কয়েকটি ড্রাইভ তৈরি করাই হলো Drive Resize বা Drive Shrink আপনি যদি Music, Video, Image ইত্যাদির জন্য আলাদা আলাদা ড্রাইভ তৈরি করতে চান তাহলে আপনাকে Drive Shrink করতে হবে আমরা নিচে এ বিষয়টি নিয়ে আলোচনা দেখবো এখন


How to Shrink Drive:
কাজটি করার জন্য আপনি পছন্দমত Partition Tool ব্যবহার করতে পারেন তবে আপনার কাছে যদি কোন Partition Tool না থাকে বা আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই পদ্ধতিটি আপনার কাছে সবচেয়ে ভাল একটি পদ্ধতি হতে পারে কাজটি করার জন্য আপনার দরকার হবে Windows 7 পরবর্তী OS এবং ইউজার হিসেবে Administrative Power লাগবে

My Computer>Manage>Disk Management যান অথবা Run (Windows Button + R) এ গিয়ে diskmgmt.msc লিখে এন্টার চাপুন নিচের মত করে Disk Management আসবে যেখানে আপনার সবকটি পার্টিশান দেখাবে


আপনি যে ড্রাইভটিকে ভেঙ্গে কয়েকটি ড্রাইভ করতে চান তার উপর রাইট ক্লিক করে Shrink Volume এ দিন

 একটু অপেক্ষা করুন


কিছুক্ষণ পর নিচের মত আসবে এখানে আপনি ভালভাবে দেখার জন্য কয়েকটি বিষয় রয়েছে


(ক) একটি হলো আপনার বর্তমান ড্রাইভটির পুরো সাইজ [লাল রং তীর চিহ্নিত]

(খ) আরেকটি হলো আপনি ড্রাইভটি থেকে সর্বোচ্চ কত MB জায়গা নিতে পারবেন [কালো রং তীর চিহ্নিত] এখানে যে সাইজটি দেখা যাচ্ছে ইচ্ছা করলেও এর বেশি জায়গা আপনি নিতে পারবেন না

(গ) আরেকটি হলো নতুন ড্রাইভ তৈরির জন্য আপনি কত MB জায়গা নিতে চাচ্ছেন [সবুজ রং তীর চিহ্নিত]

আমার নতুন ড্রাইভের জন্য 50GB বা 50000MB এর মত জায়গা দরকার তাই আমি এখানে 50787MB দিয়েছি যা দিয়ে 50GB এর মত একটি ড্রাইভ তৈরি করা যাবে যদিও আমি এখানে সর্বোচ্চ 73878MB পর্যন্ত সাইজ বসাতে পারবো এর বেশি নিতে চায়লেও Windows আমাকে তা করতে দেবে না সাইজ বসানোর পর Shrink বাটনে ক্লিক করুন


কিছুক্ষণ পর দেখবেন Windows আপনার দেয়া সাইজ অনুযায়ী Unallocated Space তৈরি করে ফেলেছে যা দিয়ে আপনি এক বা একাধিক Drive Create করতে পারেন


1 টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।