সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: চোর পাঠালো ফেসবুক রিকোয়েস্ট!

চোর পাঠালো ফেসবুক রিকোয়েস্ট!


গল্পের বইয়ে চোরদের বিভিন্নরকম হাস্যকর চুরির ঘটনার কথা জানতে পারা যায়৷ কখনও চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ছে, কখনও বা চুরি করেও সমস্ত জিনিস গৃহকত্রীর হাতে তুলে দিচ্ছেকিন্তু, বাস্তব জীবনেও যে এমন নিদর্শন রয়েছেবলাই বাহুল্য, মার্কিন মুলুকে এরকমই এক অদ্ভুত চোরকে খুঁজে পাওয়া গেল৷ যে কিনা চুরি করতে গিয়ে প্রেমে পড়ে গিয়েছিল পণ্যের মালিকেরআর তাই চুরির পর ফেসবুকে পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট৷ খাতির জমানোর চেষ্টা করেকিন্তু বিধি বামচুরি যাওয়া পণ্যের মালিক ব্রামারটন নামে ওই তরুনী ফেসবুক প্রোফাইল দেখে ঠিকই চিনে ফেলেছে চোরকেএবার তো চোর-পুলিশের খেলা

চুরির অভিযোগে গত শুক্রবার কিটস্যাপ জেলা আদালতে অভিযুক্ত রিলে অ্যালেন মুলিনসের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে৷পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ব্রামারটন ফেরি টার্মিনালে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন৷ হঠাৎই মাথায় আঘাত৷ কিছু বুঝে ওঠার আগেই তার আইপড এবং পার্স চলে গেল অন্যের হাতে৷ কোনও রকমে মাথা ঘুরিয়ে দেখতে পেলেন একজন তার জিনিসগুলি নিয়ে ছুটে পালাচ্ছে৷ আর লক্ষ্য করতে পারলেন তার ঘাড়ে রয়েছে একটি ট্রায়াঙ্গেল ট্যাটু৷ ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷  মজার ব্যাপার হলো চুরির পরদিনই ওই তরুণীর ফেসবুকে এল একটি ফ্রেন্ড রিকোয়েস্ট৷ আর তার ছবি দেখতে গিয়েই বোঝা গেল গতকালকের চোরই হল এই নতুন বন্ধু৷ ট্যাটুটিই চিনিয়ে দিল তাকে৷ ওই ফেসবুক অ্যাকাউন্টটি যে মুলিনের, তা নিশ্চিত করেছে পুলিশ৷

সূত্রঃ বাংলাদেশে প্রতিদিন, ০১ জুন ২০১৪খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।