সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: টুথব্রাশ বিক্রি হলো ১২ হাজার ডলারে!

টুথব্রাশ বিক্রি হলো ১২ হাজার ডলারে!


১১ হাজার ৭৯৪ অর্থাৎ প্রায় ১২ হাজার মার্কিন ডলারে ওরাল বি-৪০ নামের একটি টুথব্রাশ বিক্রি হয়েছেতাও কিনা আবার ব্যবহৃত ব্রাশ! এক মার্কিন নভোচারী এই ব্রাশটি ব্যবহার করেছিলেনপৃথিবী থেকে এ পর্যন্ত যে ২৪ জন চন্দ্রাভিযানে গিয়েছেন তাদের একজন ছিলেন তিনিঅবশ্য চাঁদের মাটিতে পা রাখার সৌভাগ্য হয়নি তার

একটি নিলামকারী প্রতিষ্ঠান শুক্রবার জানিয়েছেন অ্যাপোলো-১৩ মহাকাশযানের কমান্ড মডিউল পাইলট জ্যাক সুইগার্টের ব্যবহার করা টুথব্রাশটি এই বিশাল মূল্যে বিক্রি হয়েছেতবে কে ব্রাশটি কিনেছেন তার নাম জানায়নি  নিলামকারী প্রতিষ্ঠান সুইগার্টের ব্যবহার করা ব্যক্তিগত জিনিসপত্রগুলো মোট দুই লাখ ২৪ হাজার ৯৪০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন নিলামকারী প্রতিষ্ঠানএর মধ্যে সবচেয়ে দামি বস্তুটি ছিল সিলভার রবিনস মেডেলএই পদকটি ৫৬ হজার ২৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে

সূত্রঃ বাংলাদেশে প্রতিদিন, ০৫ জুন ২০১৪খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।