গাজায়
ইসরাইলি বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে এক মেয়েশিশু জন্ম নিয়েছে। চিকিৎসকেরা সিজারিয়ান
পদ্ধতিতে মৃত নারীর সন্তানটি উদ্ধার করেন। শিশুটি এখন হাসপাতালে রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ৫০ ভাগ। এক ফিলিস্তিনি চিকিৎসক বিবিসিকে বলেন, ‘আমি খুবই ক্ষুব্ধ, খুবই দুঃখিত। আমার মনে হচ্ছে, এটা আমারই বাচ্চা।’ মেয়েটির এখনো নাম দেয়া হয়নি। বিবিসি জানিয়েছে, ২৩ বছর বয়স্ক ওই মা
দির-আর-বালাহ এলাকায় বাস করতেন। সেখানে বেসামরিক লোকজন বাস করেন।
এদিকে
এবিসির সাংবাদিক আলেকজান্ডার মারকুরডট জানিয়েছেন, গাজায় যে রক্তপাত ঘটেছে, তা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়। যেকোনো সাংবাদিকের
জন্যই এখানকার ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা অনেকবারই কেবল এটুকুই বলেছি, ভয়াবহ,
মর্মান্তিক, হৃদয়বিদারক।’ তিনি বলেন,
যখন শিশু ও নবজাতকদের তাদের বাড়িতে মারা যেতে
দেখা যায় কিংবা তাদের লক্ষ করে বিমান হামলা হয়, তখন যা কেবর বলা যায়
তা হলো হৃদয়বিদারক। এদিকে গাজায় আজ যুদ্ধবিরতিকালে
যুদ্ধবিরতিকালে ধ্বংসস্তুপ থেকে ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে ১৯ দিন ধরে
চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৯৮৫।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।