একে অন্যকে টেক্কা দিতে হালফিলের শপিং মলগুলির মধ্যে শুরু হয়েছে
তীব্র প্রতিযোগিতা। শোনা যাচ্ছে, এ ব্যাপারে সবচেয়ে বড় চমক দিয়েছে
সিঙ্গাপুরের বুকিত তিমাহ মল। এখানে হরেক পণ্যের সঙ্গে পাওয়া যাচ্ছে বাড়িতে কাজ করার জন্য
পরিচারিকাও। বিদেশি এক সংবাদপত্র জানাচ্ছে, প্রধানত পিলিপিনস, ইন্দোনেশিয়া
ও মায়ানমার থেকেই এই মহিলাদের আমদানি করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মলের
ভিতরে 'হোমকিপার' বা 'বাজেট
মেড' লেখা বোর্ডের নীচে খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই
মেয়েদের। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা সেখানে পোশাক
ইস্ত্রি বা শিশুর দেখাশোনার মহড়া দিতে হচ্ছে তাঁদের। আবার পরিচারিকার জাতি বিশেষে তাঁর
উপযোগিতা সম্পর্কেও থাকছে ফুটনোট। যেমন, 'ফিলিপিনো মেয়েরা তুলনায় চটপটে' বা
'স্বভাবে মিষ্টি মায়ানমারের মেয়ে' মন্তব্য 'পণ্যের' বিশেষত্ব
ব্যাখ্যা করা হচ্ছে এই মলে। অভিবাসন অর্থনীতি সংক্রান্ত মানবাধিকার সংগঠনের কর্তা জোলোভান
হোয়্যাম বলেন, 'সিঙ্গাপুরে এ রীতি বহু কাল ধরেই চলে আসছে। বর্তমানে তাতে আধুনিকতার ছোঁয়া
লেগেছে, এই-ই যা।
সুত্রঃ বাংলাদেশপ্রতিদিন, ০৬ জুলাই, ২০১৪
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।