সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হাঁটুর ব্যথা কমাবে আঙুর

হাঁটুর ব্যথা কমাবে আঙুর



হাঁটুর ব্যথা সকলেরই নিত্য নৈমিত্যিক সমস্যাঅনেক উপায় অবলম্বন করেও এই সমস্যার স্থায়ী উপায় এখনও জানা যায়নিতবে এবার এক গবেষণায় উঠে এল এক নতুন তথ্যনিয়মিত আঙুর খেলে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়আঙুরে রয়েছে উচ্চমানের অ্যান্টি অক্সিডেন্ট এবং পলিফেনল যা হাঁটুর গাঁটকে নমনীয় ও গতিশীল করে তুলতে সক্ষম


টেক্সাস ওমেনস ইউনিভার্সিটির স্যানিল জুমার গবেষণায় উঠে এসেছে যে, আঙুর হাঁটুর অস্টিওআর্থারাইটিসের ব্যথা দূর করে এবং গাঁটের নমনীয়তা বাড়িয়ে তোলেএটি নারী, পুরুষ উভয়ের জন্যই আঙুর খুব উপকারি৪৫ বয়োসর্ধ মানুষেরা নিয়মিত এই ফল খেলে কয়েকদিনের মধ্যেই ফল পাবেন এছাড়াও আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি-১, বি-৬, ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামএটি কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, ক্যান্সার. হৃদরোগের বিরুদ্ধেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে



সুত্রঃ শীর্ষ নিউজ ডটকম/ইন্টারনেট/মাজহার, ১৭ মে ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।