সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Eye Cataract- চোখের ছানি কি, কেন, কিভাবে চিকিৎসা করা হয়?

Eye Cataract- চোখের ছানি কি, কেন, কিভাবে চিকিৎসা করা হয়?



ছানি
ছানি


মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান একটি অঙ্গ হলো চোখ চক্ষু ছাড়া কোন ব্যক্তির কাছে আলোময় জ্বলজ্বলে এই পুরো পৃথীবাটাই অন্ধকার তাই চোখের সামান্যতম অসুবিধার জন্যও অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা জ্ঞানীদের কাজ চোখের যত সমস্যা তার মধ্যে অন্যতম এবং অতী পরিচিত রোগের নাম হলো ছানি ছানি কি, কেন হয় এবং এর চিকিৎসা কিভাবে করা হয় তা নিয়েই এ আলোচনাটা


ছানি কি?
ক্যামেরাতে যেমন লেন্স থাকে, তেমনি চোখের ভিতরেও একটি স্বচ্ছ লেন্স থাকে যদি কোন কারণে এই এই স্বচ্ছ লেন্সটি অস্বচ্ছ হয়ে যায়, তখন তাকে ছানি বলে ডাক্তারি ভাষায় একে বলা হয় Cataract

Cataract

কারণঃ
অনেকগুলো কারণে চোখে ছানি পড়তে পারে তবে সবচেয়ে বেশি ছানি হয় বার্ধক্যজনিত কারণে বয়সের কারণে মাথার চুল যেমন সাদা হয়ে যায়, বয়স বাড়ার ফলে ঠিক তেমনি চোখের ভিতরের স্বচ্ছ লেনসটিও ধীরে ধীরে ঘোলা হয়ে যায় এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে যেমনঃ
  • জন্মগত কোন ত্রুটি থাকলে
  • বার্ধক্যজনিত কারণে
  • চোখে আঘাত পেলে
  • চোখে কোন প্রদাহ হলে
  • ডায়াবেটিস এর কারণে
 
লক্ষণঃ
ছানি রোগের অনেকগুলো লক্ষণ আছে এর মধ্যে অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে-নিকটে তূলনামূলকভাবে ভালো দেখায়, আর দূরে ধীরে ধীরে ঝাপসা দেখায়

চিকিৎসাঃ
ছানি রোগের চিকিৎসা কিংবা প্রতিরোধ ঔষধ বা চশমা দিয়েই শুধু হয় না বরং একমাত্র সঠিক চিকিৎসা হচ্ছে অপারেশন

অপারেশন কিভাবে করা হয়ঃ
অপারেশনের মাধ্যমে চোখের ভিতরের অস্বচ্ছ লেন্সটিকে বের করে তার জায়গায় কৃত্রিম স্বচ্ছ লেন্স বসানো হয় এই কৃত্রিম লেন্সটিকে Intraocular Lens বা প্রতিস্থাপিত লেন্স বলে এই লেন্স একবারেই দেওয়া হয় এবং পরে বদলানো হয় না বিভিন্নভাবে এই অপারেশন করা হয়ে থাকে যেমনঃ
১. Feco Surgery (ফ্যাকো সার্জারী)
২. SICS (প্রচলিত ছানি অপারেশন)

Feco Surgery:
Feco Surgery হচ্ছে বর্তমান চোখের চিকিৎসায় সবচেয়ে আধুনিক এবং যুগান্তকারী পদ্ধতির একটি এ পদ্ধতিতে একটি ছোট ছিদ্র করে Feco Machine এর সাহায্যে ঘোলা ল্যান্সটিকে গলিয়ে বের করে আনা হয় এবং তার জায়গায় একটি কৃত্রিম নতুন লেন্স বসানো হয়


Feco Surgery এর সুবিধাসমূহঃ
 Feco Surgery Of Eye

১. চোখে কোন কাটা ছেড়া হয় না
২. রক্তক্ষরণ হয় না
৩. ব্যাথামুক্ত
৪. ইনজেকশন দরকার হয় না
৫. সেলাই দিতে হয় না চিকিৎসার পর পরই তাই বাড়ি যাওয়া যায়
৬. খাওয়া দাওয়ায় তেমন বিধি নিষেধ থাকে না
৭. দ্রুত সেরে উঠে সপ্তাহ খানেকে পরেই সব কাজ করা যায়

প্রচলিত ছানি অপারেশনে অসুবিধাঃ
এই পদ্ধতিতে ঘোলা লেন্সটিকে পুরো একসাথে বের করে আনা হয় ফলে বেশি কাটতে হয় বেশি কাটার কারনে রক্তক্ষরণ, ব্যাথা, প্রদাহ এবং চোখের মনির আকৃতি পরিবর্তন বেশি হয় তাই সেরে উঠতে একটু দেরী লাগে

Intraocular Lens বা প্রতিস্পাতি লেন্সের প্রকারঃ
প্রাকৃতিক লেন্সের জায়গায় প্রতিস্থাপিত লেন্স বা Intraocular Lens টি দু-রকমরে হয় যেমনঃ
ক. শক্ত লেন্স (Rigid Lens):
১. শক্ত বলে ভাঁজ করা যায় না ফলে বেশি কাটতে হয় বেশি কাটার কারনে রক্তক্ষরণ, ব্যাথা, প্রদাহ এবং চোখের মনির আকৃতি পরিবর্তন বেশি হয় তাই সেরে উঠতে একটু দেরী লাগে
২. বছর দুয়েক পর পূণরায় ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে ৩০-৩৫% সে ক্ষেত্রে দৃষ্টিশক্তি পূণরায় কমে যায়
 
Intraocular Lens
Intraocular Lens
খ. নরম লেন্স (Foldable Lens):   
১. নরম হওয়ায় ভাঁজ করা যায় ফলে শুধুমাত্র একটি ক্ষুদ্র ছিদ্র করে লেন্স প্রতিস্থাপন করা যায়
২. কম কটার কারণে প্রদাহ, ব্যাথা এবং রক্তকরণের সম্ভাবনা কম থাকে এবং চোখের মনির আকৃতির কোন পরিবর্তন হয় না খুব দ্রুত সেরে উঠা যায়
   ৩. পূণরায় ঘোলা হওয়ার সম্ভাবনা শক্ত লেন্সের চেয়ে অপেক্ষাকৃত অনেক কম (১-১০%)

অপারেশনের পর কি পূণরায় ছানি হতে পারে?
হ্যাঁ, হতে পারে চোখের লেন্সের চারপাশে একটি আবরন থাকে সামনের আবরণের ঠিক পেছনে একজাতীয় কিছু কোষ থাকে এগুলোকে বলা হয় Lens Epithelial Cell লেন্স ইপিথিয়াল কোষ (LEC) আধুনিক ছানি অপারেশনে সামনের আবরণের কিছু অংশ কেটে, ভিতর থেকে লেন্সের অস্বচ্ছ অংশ বের করে আনা হয় ফলে সামনের আবরণের কিছু অংশ এবং পিছনের আবরণ সম্পূর্ণ থেকে যায়, যার সহায়তায় কৃত্রিম লেন্স প্রতিস্থাপিত করা হয় থেকে যাওয়া সামনের আবরনের সাথে লাগানো কোষগুলো পরবর্তীতে বৃদ্ধি পেয়ে পিছনে চলে আসে এবং পূণরায় পিছনের স্বচ্ছ আবরণকে অস্বচ্ছ করে ফলশ্রুতিতে রোগী আবার কম দেখে একে বলা হয় Posterior Capsule Opacification (PCO) বা পূণরায় ছানি

ছানির পূণরাবৃত্তি রোধের উপায়ঃ      
ছানির পূণরাবৃত্তি রোধের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান কাজ করে যাচ্ছে তবে এর মধ্যে তা অনেক দূর এগিয়ে গেছে বর্তমানে অনেকভাবে ছানির পূণরাবৃত্তি রোধের চেষ্টা করা হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশন এবং উন্নত লেন্স প্রতিস্থাপন করা




তথ্যসূত্রঃ


Dr Prakash Kumar Chowdhury


Associate professor and department head
Ophthalmology USTC
Foys Lake at Chittagong in Bangladesh

 

২টি মন্তব্য:

  1. আমার চোখে আঘাতে কারনে ছানি পড়ে। ২০১৩ সালে অপারেশন করি। আমাকে সব সময় চশ্মা পরতে বলা হয়... কিছু ধরে আমার মনে হছে। আমার দৃষ্টি শক্তি আগের থেকে কমে গেছে। এখন আমি কি করতে পারি... ??? ছানি অপারেশন করলে কি চোখ সম্পূর্ন ভাল হয়??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আমার লেখাটি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ লেখা। তাই আপনাকে কোন উত্তর দিতে পারছি না। ধন্যবাদ।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।