রানওয়েতে চরে বেড়াচ্ছে অসংখ্য কেঁচো। আর এ কারণে বিমান ওঠা-নামায় বিলম্ব
হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারতের বার্তাসংস্থা এবিপিনিউজের
এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এটাই নেপালের একমাত্র আন্তর্জাতিক
বিমানবন্দর। গত মঙ্গলবার কর্তৃপক্ষ লক্ষ্য
করেন, রানওয়েতে অসংখ্য কেঁচো। পরিস্থিতির কথা মাথায় রেখে আন্তর্জাতিক
বিমানগুলোর ওঠা-নামায় বিলম্ব ঘটাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা
বন্ধ থাকে। কারণ কেঁচো খেতে রানওয়েতে পাখি
নামবে। আর তাতেই রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।
তারা কেঁচো তাড়াতে তড়িঘড়ি নেমে পড়বে। কিন্তু রাসায়নিক ব্যবহার করেও
কেঁচো-বাহিনীকে কাবু করা যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ঋষিকেশ
শর্মা। তবে দীর্ঘ সময় পরে পরিস্থিতি স্বাভাবিক
হয়। প্রতিবেদনে আরো বলা হয়, যতক্ষণ রানওয়েতে কেঁচোবাহিনী ছিল
ততক্ষণ কোনো বিমানকে নামতে বা উড়তে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। রানওয়ে সাফ করার পরই পরিস্থিতি
স্বাভাবিক হয়।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।