সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: নাক দিয়ে লেখালেখি!

নাক দিয়ে লেখালেখি!


টাইপিংসংক্রান্ত দু-দুটি ওয়ার্ল্ড রেকর্ডের মালিক মুহাম্মদ খুরশেদ হোসাইনএকটি দ্রুত সময়ে টাইপ করার জন্য, আর অপরটি নাক দিয়ে কিবোর্ডে লেখালেখির স্বীকৃতি হিসেবে


এই তরুণ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেমাত্র ১০ বছর বয়সে টাইপিংয়ে হাতেখড়ি মুহাম্মদ খুরশেদ হোসাইনেরযখন টাইপিংটা মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এলো, তখন খুরশেদ ধীরে ধীরে দ্রুত গতিতে টাইপ করার চেষ্টা করতে লাগলেনলক্ষ্য পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন টাইপিস্ট হওয়াএরপর প্রতিদিন টানা ৮ ঘণ্টা করে টাইপিং প্র্যাকটিস ২০১২ সালে খুরশেদ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন টাইপিস্ট হিসেবে নিজের নাম গিনেজ রেকর্ড বুকে তুলতে সক্ষম হনসর্বশেষ ২০১৪ সালে শুধু নাক ব্যবহার করে মাত্র ৪৭.৪৪ সেকেন্ডে ১০৩টি বর্ণ লিখতে সমর্থ হনআর এ কর্মটিই খুরশেদকে দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ড বুকে তুলে দেয় নাক দিয়ে টাইপিং করা প্রসঙ্গে বলতে গিয়ে খুরশেদ জানান, 'কাজটি ভীষণ কঠিনকিন্তু কেউ যদি বিশ্বরেকর্ড গড়তে চায়, তাকে সে চ্যালেঞ্জটা তো নিতেই হবে'



সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ০৩ আগস্ট, ২০১৪ ১০:৪৩:৩৩

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।