মাকড়সা দেখে হয়ত
অনেকেই ভয় পান। কিন্তু তাই বলে মাকড়সা
তাড়াতে কেউ ঘরে আগুন লাগাবে, এটা কল্পনা করাটাও অস্বাভাবিক। এমনটাই ঘটেছে ওয়েল্সের ব্রিজেন্ড-এর কেনফিগ
হিলে। সাউথ ওয়েল্সের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মী জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ একটি আগুন
লাগার খবর পেয়ে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন। আগুন নেভানোর পর বাড়ির কর্তার কাছে আগুন লাগার
কারণ শুনে তো তারা রীতিমত অবাক।
গৃহকর্তা জানিয়েছেন, মাকড়সায় তাঁর ভীষণ ভয়। বড়ির মধ্যে অমন হৃষ্ট-পুষ্ট মাকড়সা
দেখে কি করবেন দিশা না পেয়ে মাকড়সা মারার স্প্রে ছড়াতে শুরু করেন। কিন্তু এতে মনমতো কাজ না হওয়ায়
স্প্রের সামনে একটি জ্বলন্ত লাইটার ধরেন তিনি। নিমেষের মধ্যে স্প্রেটি
একটি অগ্নিশিখায় পরিণত হয়। আগুন লেগে যায় কাঠের ফ্রেম ও জ্বলনশীল বস্তুতে। তা থেকেই আগুন ছড়িয়ে যায়। তবে বড়সড় অগ্নিকাণ্ডের আগেই ফায়ার
সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, নেভার আগে বেশ কয়েক হাজার পাউন্ডের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।