সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: গোলাপি দাঁতের কারণ ও চিকিৎসা

গোলাপি দাঁতের কারণ ও চিকিৎসা


প্রিয় পাঠকবৃন্দ, ঘাবড়ে যাচ্ছেন, তাই না? না, ঘাবড়ানোর কিছু নেইআমরা এতদিন জেনে এসেছি দাঁত সাদাটে, হালকা হলুদ, ক্রিম বা হালকা নীলচে হয়ে থাকেমাঝে মাঝে কালচে (আঘাতপ্রাপ্ত দাঁত) দাঁতও দেখা যায়; কিন্তু গোলাপি দাঁত একেবারেই চমকে দেয়ার মতো, তাই না? গোলাপি দাঁত বা গোলাপি দাগযুক্ত দাঁত কোনো স্বাভাবিক দাঁত নয়এটি সমস্যাময় প্রদাহযুক্ত দাঁত


কারণঃ এরকম গোলাপি দাগযুক্ত বা পুরোপুরি গোলাপি দাঁতের প্রধান কারণ হলো দাঁতে আঘাত লাগাএতে দাঁতের ভেতরকার মজ্জাতে প্রদাহের সৃষ্টি হয়ফলে সেখানে বহুমাত্রিক প্রাণকেন্দ্রযুক্ত কোষ, ওডোন্টোকাস্ট (odontoclast)) তৈরি হয়, যা দাঁতের ডেন্টিন মাঝের মজ্জাকে খেয়ে ফেলার মতো কাজ করেগ্রানুলেশন টিস্যু নামে কোষকলা তখন দাঁতে ডেন্টিনে অবস্থান করেফলে দাঁতের মুকুট অংশের এনামেল থেকে তা হালকা গোলাপি বা কখনো গাঢ় গোলাপি রঙ ধারণ করে

লক্ষণঃ দাঁতের এ রোগে সাধারণত ব্যথা থাকে নাতবে মাঝে মাঝে রোগী ব্যথার ইতিহাসও দিতে পারে অনেক ক্ষেত্রে দাঁতে কোনো রকম রোগের লক্ষণ ছাড়াই ধীরে ধীরে হালকা গোলাপি দাগ দেখা দিতে পারে প্রাথমিকভাবে গোলাপি দাঁগ আস্তে আস্তে আক্রান্ত পুরো দাঁতটিতে ছড়িয়ে পড়ে

পরীক্ষা-নিরীক্ষাঃ দাঁতের এরকম দাঁগ বা রঙ দেখলে দেরি না করে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হবেএ রোগ x-ray এর মাধ্যমে নিরূপণ করা সম্ভবএকে দাঁতের Internal Resorption বলা হয়x-ray তে দাঁতের অভ্যন্তরস্থ মজ্জাকে স্বাভাবিকের চেয়ে অনেক চওড়া ও বড় বলে মনে হয়

চিকিৎসাঃ এই রোগে দাঁতে বিশেষ ধরনের রুট ক্যানেল চিকিৎসা করা হয়দাঁতের মধ্যকার মজ্জার দেয়ালকে পুনর্গঠিত করতে বিশেষ ধরনের ওষুধের Dressing  দেয়া হয়অ্যান্টিবায়োটিক খেতে হবেইনফেকশন আওতায় এলে দাঁতে রুট ক্যানেল স্বাভাবিকের চেয়ে কম Lenth Seal করা হয়, যেহেতু এটি একটি চলমান ধারার প্রদাহঅতঃপর ওই দাঁতে ক্যাপ পরিয়ে দেয়া হয়

দাঁতের যেকোনো ছোটখাটো সমস্যায় অবহেলা করা ঠিক নয়ছোট একটু আঘাত কত বড় ঘটনার সৃষ্টি করেদাঁতের এহেন সমস্যায় অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা করেও চোয়ালে রাখা যায় নাফেলে দিতে হয়সে ক্ষেত্রে দন্তশূন্যতা মুখে আরো জটিল অবস্থার সৃষ্টি করেতাই দাঁতের সমস্যাকে অবহেলা না করে এর প্রতি যত্নবান হন

ডা: নাহিদ ফারজানা
কনসালট্যান্ট ডেন্টাল সার্জন,
নাহিদ ডেন্টাল কেয়ার, ১১৭/১
এলিফ্যান্ট রোড, ঢাকা
ফোন : ০১৭১২-২৮৫৩৭২


সূত্রঃ নয়া দিগন্ত, ৩১ আগস্ট ২০১৪, রবিবার, ১০:১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।