সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মার্চে বিক্রি শুরু হবে সনির স্মার্টআইগ্লাস

মার্চে বিক্রি শুরু হবে সনির স্মার্টআইগ্লাস


গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী স্মার্টচশমা তৈরি করেছে জাপানভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনিচলতি বছরের কনজিউমার ইলেকট্রনিক শোয় ডিভাইসটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটিআগামী মার্চের শেষ নাগাদ ডিভাইসটি বিক্রির জন্য বাজারে ছাড়া হবে বলে সাম্প্রতিক এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটিখবর ভার্জ

দিন দিন পরিধেয় প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছেএ কারণে প্রযুক্তি কোম্পানিগুলোও সংশ্লিষ্ট খাতে তাদের মনোযোগ বাড়াচ্ছেগুগল অনেক আগেই তাদের স্মার্টচশমা গুগল গ্লাস বাজারে আনেবাজার বিশ্লেষকদের মতে, আরো অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে এ বিষয়ে গবেষণা শুরু করেছে স্মার্টচশমাগুলো নিয়ে গবেষণা করা নতুন কোম্পানির মধ্যে এগিয়ে রয়েছে  জাপানভিত্তিক প্রতিষ্ঠান সনিপ্রতিষ্ঠানটি এরই মধ্যে গবেষণার কাজ প্রায় শেষ করেছেসনির স্মার্টআইগ্লাস নামের এ ডিভাইস আগামী মার্চের শেষ নাগাদ বিক্রির জন্য বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি
লাইট সেন্সর৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ইলেকট্রনিক কম্পাসসহ আরো অনেক সেবাই রয়েছে সনির নতুন ডিভাইসটিতেবিবৃতিতে সনি জানায়, গুগল গ্লাসের প্রায় প্রতিটি সেবাই তাদের স্মার্টচশমায় রাখা হয়েছেস্মার্টচশমাটিতে এমনও অনেক সেবা রয়েছে, যেগুলো গুগল গ্লাসের  চেয়েও উন্নত স্মার্টচশমাটির সফটওয়্যারের উন্নয়নের বিষয়ে এরই মধ্যে অনেক দূর এগিয়েছে প্রতিষ্ঠানটিতবে চশমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে
বিশ্বব্যাপী পরিধেয় প্রযুক্তি পণ্যের চাহিদা যে হারে বাড়ছে তাতে আগামী বছরগুলোয় মোবাইল ডিভাইসের পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এ পরিধেয় ডিভাইসগুলোও আয় বৃদ্ধির মাধ্যমে পরিণত হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরাতবে এ খাতে যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, তা বলাই বাহুল্যএরই মধ্যে সনির পাশাপাশি আরো অনেক প্রতিষ্ঠান এ খাতে গবেষণা শুরু করেছেতাই সনিরও তাদের স্মার্টচশমায় উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা মাথায় রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা


সূত্রঃ বণিক বার্তা, ২০১৪-০৯-২২ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।