ওয়াই-ফাই প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী এক
সাফল্য অর্জনের ঘোষণা দিয়েছে স্যামসাং। দক্ষিণ
কোরিয়ার ইলেকট্রনিকস প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটির দাবি,
তাদের ওয়াই-ফাই প্রযুক্তি
ওয়্যারলেস বা তারবিহীন তথ্য স্থানান্তরের গতির ক্ষেত্রে বৈপ্লবিক এক উদ্ভাবন।
স্যামসাং
কর্তৃপক্ষ দাবি করেছে, বর্তমানে
বিশ্বে সবচেয়ে দ্রুতগতির ওয়াই-ফাই প্রযুক্তির চেয়েও তারা পাঁচ গুণ দ্রুতগতির
ওয়াই-ফাই সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে যা ৬০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে তথ্য
স্থানান্তর করতে পারে। ওয়াই-ফাই
৬০ গিগাহার্টজের অর্থ এক গিগাবাইট আকারের একটি মুভি ফাইল তিন সেকেন্ডেরও কম সময়ে
এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। এক ইমেইল
বিবৃতিতে ব্লুমবার্গকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়েল টাইমে হাই-ডেফিনেশন (এইচডি) কনটেন্ট
কমপ্রেস না করেই এই নেটওয়ার্কে সাবলীলভাবে চালানো যাবে। এতে করে মূল গতি ও তাত্ত্বিক গতির মধ্যে যে
পার্থক্য থাকে তা দূর হবে। বর্তমান
ওয়াই-ফাই প্রযুক্তিতে তাত্ত্বিক গতির তুলনায় যে মূল গতি পাওয়া যায় স্যামসাং
উদ্ভাবিত নেটওয়ার্ক সিস্টেমে মূল গতি ১০ গুণ বেশি পাওয়া যায়। স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন
কেন্দ্রের প্রধান কিম চ্যাং ওং ৬০ গিগাহার্টজ ওয়াই-ফাই প্রযুক্তি সম্পর্কে
জানিয়েছেন, স্যামসাং
সফলতার সঙ্গে এর বাণিজ্যিক বাধা দূর করেছে। স্যামসাংয়ের
পরবর্তী প্রজন্মের পণ্যগুলোতে নতুন ও উদ্ভাবনী পরিবর্তন আসতে যাচ্ছে। এদিকে আবার ভবিষ্যতের ওয়াই-ফাই প্রযুক্তির
উন্নয়নের দ্বারও উন্মুক্ত হয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে,
বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা
স্যামসাং এমন এক সময়ে তাদের নতুন প্রযুক্তির উদ্ভাবনের ঘোষণা দিয়েছে,
যখন প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও চীনা
স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর কাছে বাজারে লড়তে হচ্ছে।
এ সম্পর্কে আরো পড়ুনঃ নতুন প্রযুক্তি
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।