সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: কানের রোগে করণীয়

কানের রোগে করণীয়


কানের রোগগুলোর মধ্যে কানপাকা রোগ অন্যতমকানপাকা রোগ দুই ধরনেরএকটি হচ্ছে নিরাপদ ধরনের, অন্যটি মারাত্মক ধরনেরনিরাপদ ধরনের কানপাকা রোগে কান থেকে কানের পর্দা ছিদ্র থাকেকান দিয়ে পুঁজ পড়েকানেব্যথা হয়, কান চুলকায়, কানে কম শোনা যায়প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ ব্যবহার করে ও উপদেশ মেনে চললে রোগ নিরাময় করা যায়তবে এতে কানের পর্দা জোড়া লাগে নাঅপারেশন করে কানের পর্দা জোড়া লাগানো যায়


মারাত্মক ধরনের কানপাকা রোগে কান দিয়ে সবসময় একটু করে কষের মত ঝরেকানের এ কষ পচা-দুর্গন্ধযুক্ত হয়ে থাকেবিশেষজ্ঞরা এ দুর্গন্ধ থেকেই রোগটির ধরন বুঝতে পারেনমারাত্মক ধরনের কানপাকা রোগে অপারেশনই হচ্ছে প্রকৃত চিকিৎসাউভয় ধরনের কানপাকা রোগ জটিল হয়ে কানের পুঁজ মস্তিষ্কে পৌঁছে যেতে পারেএ ধরনের জটিলতায় কানে অপারেশন লাগে অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর জীবন বাঁচানোর জন্য এ অপারেশন করতে হয়কানপাকা রোগ নিয়ে কখনোই হেলা-ফেলা করা উচিত নয়। 

মধ্যকর্ণে প্রদাহ; এ সমস্যা শিশুদের বেশি হয়ে থাকেতবে বড়দেরও হয়ে থাকেসাধারণত ঊর্ধ্বশ্বাসনালির প্রদাহ, টনসিলে ইনফেকশন, এডিনয়েড নামক গুচ্ছ লসিকা গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি থেকে এ ইনফেকশন হয়ে থাকেএ রোগে কানে বেশ ব্যথা হয়, কান বন্ধ মনে হয়সঠিক সময়ে এ রোগের চিকিৎসা না করলে কানের পর্দা ফুটো হয়ে রোগটি কানপাকা রোগে রূপ নিতে পারেঅ্যান্টিবায়োটিক ও নাকের ড্রপসহ অন্যান্য ওষুধ হচ্ছে এ রোগের চিকিৎসা। মধ্যকর্ণে পানির মতো তরল জমা

এ রোগের কারণও উপসর্গ অনেকটা মধ্যকর্ণে প্রদাহের মতোইতবে উপসর্গগুলোর তীব্রতা অনেক কম থাকেসাধারণ ওষুধেই এ রোগ সারেঅনেক সময় ছোট অপারেশন করে মধ্যকর্ণে জমে থাকা পানি বের করে দিতে হয়। কানে ফাঙ্গাস ও ক্ষত কানের মধ্যে অনেক সময় ফাঙ্গাস এবং ক্ষত হয়সাধারণত কান খোঁচানোর জন্য কানের মধ্যে ফাঙ্গাস হয়ে থাকেকান পরিষ্কার করা কিংবা কান খোঁচানো অনেক সময় একই বিষয় হয়ে দাঁড়ায়এসব কাজে ব্যবহার করা হয় কটনবাড থেকে মুরগির পালক, কলমের মুখ, চুলের ক্লিপ ইত্যাদি ব্যবহার করা হয়এসব কানের রোগটির জন্য দায়ীকানে ফাঙ্গাস হলে মূলত চুলকায়সঙ্গে ইনফেকশন বেড়ে প্রদাহ হলে ব্যথা হয়, কষ ঝরে ও কান বন্ধ হয়ে থাকেঅনেক সময় কানের ভেতরে ক্ষত হয়ে ফাঙ্গাসের সঙ্গে কানের বাইরের পথটিতে ক্ষত সৃষ্টি হলে ব্যথা মারাত্মক আকার ধারণ করেতবে চিকিৎসায় পুরো সেরে যায়

তবে ওষুধের চিকিৎসা শুরুর আগে ইএনটি বিশেষজ্ঞ দিয়ে কান পরিষ্কার করিয়ে নিতে হবে কানে ওয়াক্স বা খোল কানে ওয়াক্স বা খোল অতি পরিচিত সমস্যাএ খোল অনেকেই পরিষ্কার করার চেষ্টা করেননিজে এটি পরিষ্কার করা ঠিক নয়নিজে পরিষ্কার করতে গেলে জমে থাকা খোলের বেশিরভাগই ভেতরে চলে যায়ফলে বিপত্তি আরও বাড়েকানে খোল আটকে গেলে কানে ব্যথা হয়, কানে কম শোনা যায়ইএনটি স্পেশালিস্ট কান দেখে এটি পরিষ্কার করে দিতে পারেনতাবে পরিষ্কার করা সম্ভব না হলে খোল গলানোর ওষুধ রয়েছেতাতেও কাজ না হলে কিংবা অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান করে কান পরিষ্কার করে দিতে হয়যাদের কানে খোল হওয়ার প্রবণতা রয়েছে তারা নিয়মিত কানে ৪-৫ ফোঁটা করে অলিভ অয়েল দিতে পারেন
ডা. সজল আশফাক
সহযোগী অধ্যাপক
নাক কান গলা বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

সূত্রঃ যুগান্তর, ১৮ অক্টোবর, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।