সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পরিধেয় যন্ত্র এনেছে মাইক্রোসফট

পরিধেয় যন্ত্র এনেছে মাইক্রোসফট




পরা যায় এমন যন্ত্র এখন তৈরি করছে বিশ্বসেরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানএ তালিকায় যুক্ত হয়েছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনওসম্প্রতি মাইক্রোসফট স্বাস্থ্যবিষয়ক তথ্য সংরক্ষণ করতে পারে, এমন পরিধেয় স্মার্টঘড়ি বাজারে এনেছেএ যন্ত্র ব্যবহারকারীর ঘুমানো, ব্যায়াম ও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে পারবেএর দাম ১৯৯ ডলার

এই স্মার্টঘড়ি একবার চার্জ দিলে দুই দিন চলবেএর ১০টি সেন্সর হৃৎকম্পন, ক্যালরি, অবসাদ এবং কতটা আলো সহ্য করতে পারবেন, সেসবও সংরক্ষণ করে রাখতে পারবেস্বাস্থ্য সুরক্ষায় এ যন্ত্র বিশেষভাবে সহায়তা করবে বলে জানিয়েছে মাইক্রোসফটএক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ যন্ত্রটি যাতে ফ্যাশনেবল হয়, আবার কাজেরও হয়, সেভাবেই এর নকশা করা হয়েছে মাইক্রোসফটের নতুন এ যন্ত্রটি স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার ফিটের সঙ্গে তুলনা করেছেন অনেকেইএর আগে মাইক্রোসফট ছাড়াও অ্যাপল, গুগল স্বাস্থ্য নিয়ে নানা ধরনের কাজের কথা জানিয়েছে এবং পরিধেয় বিভিন্ন যন্ত্র তৈরির ঘোষণা দিয়েছেতবে মাইক্রোসফটের এ যন্ত্রটি বিশেষ সুবিধার, কারণ এটি বেশির ভাগ মোবাইল অপারেটিং সিস্টেমে কাজ করতে পারেএটি দিয়ে ফেসবুক ও টুইটার ব্যবহারেরও সুযোগ রয়েছে

মাইক্রোসফটের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও তাঁদের মতে, এতে করে নতুন নতুন প্রযুক্তি যেমন স্বাস্থ্য খাতে ব্যবহার করা যাবে, তেমনি ব্যবহারকারীদেরও নানা ধরনের সুবিধা পেতে সহজ হবেস্বাস্থ্য খাতেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারে শীর্ষে থাকার এমন লড়াইয়ের ফলে ব্যবহারকারীদের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

বিবিসি অবলম্বনে কাজী আলম



সুত্রঃ প্রথম আলো, ০০:০৫, নভেম্বর ০৩, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।