সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ইতিহাস গড়লেন আমাদের সাকিব -জিতালেন দেশকেও

ইতিহাস গড়লেন আমাদের সাকিব -জিতালেন দেশকেও


গত ৭ জুলাই দুপুরের কিছু টুকরো টুকরো ছবিমিরপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানদাঁত দিয়ে নখ খুঁটছেন, ইতিউতি তাকাচ্ছেনএকটু পরে গেলেন পাশের একাডেমি ভবনেজিমে একটু রানিং করলেন, হালকা স্ট্রেচিংসতীর্থদের সঙ্গে খানিকটা খুনসুটিকিন্তু সবকিছুই প্রাণহীনসাকিব তো তখন নিজের মাঝেই নেই! অপেক্ষা রায় জানারবিকেলের দিকে জানতে পারলেন সেটি, বাজে আচরণের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছয় মাস!  ঠিক চার মাস পর, তেমনই এক পড়ন্ত দুপুরমুশাঙ্গুয়ের ব্যাট ছুঁয়ে বল মুশফিকের গ্লাভসে আশ্রয় নিতেই গ্যালারিতে গগনবিদারী চিৎকার, সাকিব, সাকিব, সাকিব... ওই আউটেই পূর্ণ হয়েছে ম্যাচে সাকিবের ১০ উইকেটনাম উঠে গেছে ইতিহাসেও

সেঞ্চুরি করেছিলেন আগেই১৩৭ বছরের ইতিহাসে ২৭৭০ জন ক্রিকেটারের পদচারেণ সমৃদ্ধ হয়েছে টেস্ট ক্রিকেটকিন্তু রেকর্ড বইয়ের একটি পাতায় নাম ছিল শুধু দুজনেরএকই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটসেখানে এখন তিনজনের নামইয়ান বোথাম ও ইমরান খানের পাশে সাকিব আল হাসান!  চার মাস আগে নিজের নিষিদ্ধ হওয়ার খবরটি যখন শুনেছিলেন সাকিব, কাছ থেকে দেখা ঘনিষ্ঠ একজন বলেছিলেন, সাকিবকে মনে হচ্ছিল বিধ্বস্ত, অসাড় কাল আরেকটি বিকেলে সেই সাকিব দারুণ প্রাণবন্তমাঠ মাতালেন, নাচালেন গ্যালারিসেটি আরও বেড়ে গেল বাংলাদেশ দলের জয়েখুলনা টেস্টটা বাংলাদেশ জিতে নিয়েছে ১৬২ রানেচট্টগ্রাম টেস্ট হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ও নিশ্চিত হলো তাতে বড় অবদান রাখলেন সাকিবম্যান অব দ্য ম্যাচের নাম যখন ঘোষণা করা হলো কাল, আরেকবার সাকিব, সাকিব চিৎকারে প্রকম্পিত চারপাশএকটু দূরে দাঁড়িয়ে, মাথা ঘুরিয়ে গ্যালারিতে তাকালেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরদেখলেন সাকিবের জনপ্রিয়তা সংবাদ সম্মেলনেও সাকিব হাসলেন, হাসালেনকোচের কণ্ঠে সাকিব স্তুতিপ্রধান নির্বাচক বলছেন, সাকিব বাংলাদেশের ক্রিকেট ছাড়িয়ে অন্য উচ্চতার একজননিষিদ্ধ সেই সাকিব কাল উৎসবের মধ্যমণি অথচ এই ম্যাচ তাঁর দেখার কথা ছিল বাড়ির ড্রয়িংরুমে বসে, টিভিতেকিংবা হয়তো দেখতেনই না! এখনো তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল, মেয়াদ ছিল আরও দুই মাসঠিক কোন বা কোন কোন বাজে আচরণে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা এখনো জানা যায়নি। 
তবে সেই অজানা বাজে আচরণে উন্নতি হয়েছে জানিয়ে গত আগস্টে কমানো হয়েছে নিষেধাজ্ঞাএটি আদতে ছিল কাপড়ে মোড়ানো আচ্ছাদন, আসল কারণটি বুঝতে অসুবিধা হয়নি কারওবাংলাদেশ ক্রিকেটের বছরজুড়ে চলা দুঃসময় আরও দীর্ঘায়িত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজেহাঁসফাঁস করতে থাকা এই দলের তাই প্রয়োজন ছিল অক্সিজেনসাকিব অনেক দিন থেকেই বাংলাদেশ দলের অক্সিজেনপারফর্ম করুন আর নাই করুন, সাকিবের উপস্থিতিই দলকে করে চনমনে, এনে দেয় বাড়তি মাত্রা আর সাকিব পারফর্ম করছেন না, এই কথাটিই বা কতবার উচ্চারিত হয়েছে তাঁর ক্যারিয়ারে! সাকিব আসলেই উজ্জ্বল ব্যতিক্রমধরাবাহিকতার চূড়ান্ত উদাহরণনিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে ফিরে প্রথম টেস্টেই নিয়েছিলেন ৬ উইকেটদ্বিতীয় টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের ইতিহাসব্রেন্ডন টেলর বলছেন, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার জন্য একজন সাকিবই যথেষ্ট মুশফিকুর রহিম বলছেন, অধিনায়ক হিসেবে আমি ভাগ্যবান যে সাকিবের মতো একজন পারফরমার পেয়েছি আর সাকিব? দলের হয়ে, দলের জয়ে অবদান রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এই চেষ্টা, এই পথচলাতেই ধরা দিচ্ছে ছোট-বড় অর্জন, দারুণ সব কীর্তিকালকেরটি নিঃসন্দেহে সবকিছুর ওপরেসাকিব নিজেও এটিকে বলছেন নিজের সেরাসঙ্গে অবশ্য যোগ করেছেন, আরও ভালো করতে পারি! এখানেই সাকিব স্পেশালইমরান-বোথামের পাশে বসে গর্বিত, কিন্তু দৃষ্টি আরও অনেক দূরেতাঁর আকাশ অনেক বড়!

সাকিবের সাক্ষাৎকার-গ্রেটদের সঙ্গে থাকাও বড় ব্যাপার
সংবাদমাধ্যমের মুখোমুখি হতে এমনিতে খুব উৎসাহ নেই তাঁরতবে এমন ঝলক দেখাতে থাকলে তো বারবার আসতেই হয়! এই টেস্টেই যেমন সংবাদ সম্মেলনে এলেন দুবারপ্রথমবার সেঞ্চুরির পর, কাল আরও বড় কীর্তি গড়েসাকিব আল হাসান কথা বললেন নিজের আর দলের অর্জন নিয়ে

:
দারুণ এক রেকর্ড ছুঁলেন, কেমন লাগছে?
সাকিব আল হাসান: রেকর্ড...এখনো জানি না ঠিক কোন রেকর্ডটা করেছিকিছু একটা হয়েছে, একজন-দুজন করেছে...

:
একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে ইমরান-বোথামের পাশে বসা...
সাকিব: দলের জয়টাই আমার কছে অনেক বেশি গুরুত্বপূর্ণজয়ে অবদান রাখাটা আরও গুরুত্বপূর্ণ

:
প্রথম ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট হওয়ার পর এমন কিছুর লক্ষ্য ছিল কি না...
সাকিব: লক্ষ্য এমন কোনো ছিল নাশুভ্রদা (প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র) আমাকে বলেছিলেন, এমন একটা রেকর্ড আছেতারপর ওনাকে আমি বলেছিলাম, মাথায় থাকলএর আগে জানতামই না এমন কিছু আছেমাথায় থাকার কারণে একটু হয়তো ইচ্ছে ছিল...সবচেয়ে বড় কথা আমরা জানতাম আমাদের স্পিনার বা বোলারদের কেউ পাঁচ উইকেট নিতে পারলে আমাদের জেতার সম্ভাবনা ৯০ শতাংশ বেড়ে যাবেএটা যে কেউ হতে পারে, তাইজুল, লিখন (জুবায়ের)আমি ভাগ্যবান যে আমার ক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে

:
ফিরেই এমন দুর্দান্ত পারফরম্যান্স!
সাকিব: ফেরা তো আগের ম্যাচেই হয়েছেএই ম্যাচে আমার যতটুকু সম্ভব দলের জন্য করার ছিল আমি চেষ্টা করেছি

:
মিরপুর টেস্ট বা এখানে প্রথম ইনিংসের ৫ উইকেটের চেয়ে শেষ দিনের ৫ উইকেট বেশি গুরুত্বপূর্ণ কি না...
সাকিব: অবশ্যই, ওদের সামনে সুযোগ ছিল আড়াই সেশনের মতো ব্যাট করে ম্যাচটা ড্র করারউইকেট নেওয়া খুব সহজ ছিল না এই উইকেটেসেদিক থেকে চিন্তা করলে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল

:
তৃতীয় দিন শেষে বলেছিলেন জিততে হলে তিনটি কঠিন শর্ত পূরণ করতে হবেসেটাই হয়েছে, ভবিষ্যৎ দেখতে পান নাকি?
সাকিব: হা হা হা হা, নাহ, আমি ভবিষ্যৎ দেখায় বিশ্বাস করি নাতখন পরিস্থিতি অমনই ছিলবলেছিলাম, এগুলো হলে আমাদের জেতা সম্ভবআমাদের ভাগ্য ভালো যে সবকিছু ওভাবেই হয়েছে

:
শেষ দিকে শাহাদাত যখন ক্যাচ ছাড়লেন, বেশ খেপে গিয়েছিলেন মাঠে!
সাকিব: ওসব মাঠে একটু থাকেইবিশেষ করে ওই সময়েউত্তেজনা ছিল তখনআমি শেষ করতে পারলে আরও ভালো লাগততবে এমন নয় যে খারাপ লাগছেআমার তো তখন ৫ উইকেট হয়েই গেছে... (হাসি)

:
শুধু আপনিই নন, বাংলাদেশ দলে ব্যক্তিগত পারফরম্যান্স এখন অনেকেরই ভালো হচ্ছে...
সাকিব: আমরা যখন শুরু করেছি ,তখন এক রকম পরিস্থিত ছিলএখন আরেক রকম পরিস্থিতি আসছেযত দিন যাবে আমাদের ক্রিকেট তত উন্নতি করতেই থাকবেব্যক্তিগতভাবে উন্নতি করতে না পারলে দল হিসেবে উন্নতি করার সুযোগ কম থাকেএখন দলে অনেক বেশি পারফরমার আছে, দলে অবদান রাখতে পারে বোলিং হোক বা ব্যাটিংয়েদলে প্রতিযোগিতা অনেক বেশিপ্রথম টেস্টের পর তাইজুল যেমন বলেছে, এখানে টিকে থাকতে হলে সবাইকেই পারফর্ম করতে হবেএই কথাটা আমারও মনে ধরেছেজায়গা ধরে রাখতে হলে পারফর্ম করতেই হবেআমার মনে হয় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণশুধু দলে থাকারাই নয়, দলের বাইরে যারা আছে, যারা আগামী দিনে আসবে, তাদের মনে রাখা যে এখানে আসা অবদান রাখার জন্যআর এটাই দায়িত্বএই কারণেই সবাই আসে বা সবাইকে বাছাই করা হয়

:
ক্যারিয়ারে দারুণ সব পারফরম্যান্সের অভাব নেই আপনারএই ম্যাচের পারফরম্যান্সকে কোথায় রাখবেন?
সাকিব: পুরো ম্যাচের পারফরম্যান্স বিচার করলে তো অবশ্যই এটা ১ নম্বরে...এখন পর্যন্ততবে এর থেকেও তো আরও ভালো করা সম্ভবখেলায় যেভাবে উন্নতি হচ্ছে, যদি ধরে রাখতে পারি এটা কে জানে হয়তো আরও ভালো হতে পারে!

:ইমরান-বোথামের পাশে নিজের নাম দেখে কেমন লাগছে? সোবার্স-কপিলরা কেউ এটা করতে পারেননি!
সাকিব: যাঁদের নাম বললেন, তাঁরা এত বড়, গ্রেট গ্রেট খেলোয়াড়...তাঁদের সঙ্গে নাম থাকাও একটা বড় ব্যাপারনাম আছে এটা ভালো লাগছেকিন্তু আমার কাজ দলের হয়ে অবদান রাখা, যত ভালো সম্ভব পারফর্ম করা, দেশের হয়ে অবদান রাখা

সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ০৮, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।