সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বিস্ময় বালক

বিস্ময় বালক


বিস্ময় বালক আয়ান কোরেশিবয়স এখন মাত্র ছয় বছরসে এক বছর আগেই উত্তীর্ণ হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ে (আইটি) গুরুত্বপূর্ণ এক পরীক্ষায়, নাম মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনালসে এখন বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার বিশেষজ্ঞবর্তমানে সে কাজ করছে আইটি পরামর্শক হিসেবেখবর বিবিসির

যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরের বাসিন্দা আয়ান বাড়িতে নিজে নিজেই স্থাপন করেছে কম্পিউটার যোগাযোগব্যবস্থা বা নেটওয়ার্কতার বাবাও একজন আইটি পরামর্শকআয়ান জানায়, মাইক্রোসফটের নেওয়া পরীক্ষাটা কঠিন হলেও তার কাছে মজার মনে হয়েছেতার স্বপ্ন, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে একদিন যুক্তরাজ্যেও গড়ে তুলবে একটি টেক-হাব, যার নাম হবে ই-ভ্যালি বিখ্যাত প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের ওই বিশেষ পরীক্ষা সম্পর্কে আয়ানের বাবা আসিম কোরেশি বিবিসিকে বলেন, পরীক্ষায় বহুনির্বাচনী, কম্পিউটারভিত্তিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং হটস্পট ও দৃশ্যকল্পভিত্তিক প্রশ্ন ছিলতিনি বলেন, পাঁচ বছর বয়সী একটা ছেলেকে প্রশ্নের ভাষা বুঝিয়ে দেওয়াটা ছিল সবচেয়ে কঠিন ব্যাপারতবে সে খুব দ্রুত বুঝে নিতে পেরেছে এবং তার স্মৃতিশক্তি বেশ ভালো আইটি বিশেষজ্ঞ হতে চান, এমন ব্যক্তিরাই সাধারণত মাইক্রোসফট সার্টিফায়েড পরীক্ষায় অংশ নেন তিন বছর বয়সেই বাবার কাছ থেকে কম্পিউটার চিনে নেয় আয়ানতখন থেকেই সে হার্ডড্রাইভ ও মাদারবোর্ড বুঝতে শেখেআসিম বলেন, আমি তাকে যা-ই বলতাম, পরের দিন সব ঠিকঠাক বলে দিতে পারতব্যাপারটা বুঝতে পেরে আমি তাকে আরও বেশি বেশি জিনিস শেখাতে শুরু করিএ বয়সে কম্পিউটার নিয়ে এত বেশি ঘাঁটাঘাঁটি করলে নেতিবাচক প্রভাব পড়তে পারেকিন্তু আয়ানের ব্যাপারটা ভিন্নসে সবকিছু আত্মস্থ করে নেওয়ার সুযোগ পাচ্ছে কভেন্ট্রির বাড়িতে আয়ানের রয়েছে নিজস্ব ল্যাববিভিন্ন অপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম ইনস্টল করার কাজ শিখতে দিনে সে দুই ঘণ্টা করে সেখানে সময় কাটায় আয়ানের মায়ের নাম মামুনাতাঁরা পাকিস্তান থেকে সপরিবারে ২০০৯ সালে যুক্তরাজ্যে পাড়ি দেনমামুনা বলেন, ছেলেকে নিয়ে তিনি সুখী এবং গর্বিত

সূত্রঃ প্রথম আলো, ১৭:৫৯, নভেম্বর ১৬, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।