সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর


ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আছেস্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে শরীরের অগ্ন্যাশয়ের নষ্ট হওয়া বিটা কোষ আবার ফিরিয়ে আনা যাবেডায়াবেটিস রোগীকে কৃত্রিম ইনসুলিন নেওয়ার আর দরকার হবে না বা কম প্রয়োজন হবে অগ্ন্যাশয়ের বিটা কোষ ইনসুলিন নিঃসরণ করেইনসুলিন রক্তে থাকা শর্করা দেহকোষে প্রবেশে সহায়তা করেএই শর্করা পরে শক্তিতে রূপান্তরিত হয়নানা কারণে অগ্ন্যাশয়ের বিটা কোষ বিকল বা নষ্ট হওয়ার কারণে ইনসুলিন নিঃসরণ বন্ধ হয়ে যায়এর ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে তা দেহকোষে পৌঁছায় নাএটাই ডায়াবেটিস পরিস্থিতি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ডায়াবেটিস কখনো পুরোপুরি ভালো হয় না চিকিৎসকেরা জানিয়েছেন, ডায়াবেটিস ক্রমাবনতিশীল রোগবিটা কোষ আস্তে আস্তে নষ্ট হয় বা মারা যায়ট্যাবলেট ও কৃত্রিম ইনসুলিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা হয়ে আসছেট্যাবলেট বেঁচে থাকা বিটা কোষকে সহায়তা করত আরও বেশি ইনসুলিন নিঃসরণেআর ইনজেকশনের মাধ্যমে নেওয়া কৃত্রিম ইনসুলিন সরাসরি রক্তে মিশে শর্করা নিয়ে যায় দেহকোষে  ১৯২১ সালে প্রথম কৃত্রিম ইনসুলিন আবিষ্কৃত হয়এরপর কলমের মাধ্যমে ইনসুলিনের ব্যবহারকে মানুষ সাদরে গ্রহণ করেছেএই ইনসুলিন প্রতিবার খাবারের আধা ঘণ্টা আগে নেওয়া হয়কিন্তু এখন বাজারে লং লাস্টিং ইনসুলিন আছেএই ইনসুলিন ৪০ ঘণ্টায় একবার ব্যবহার করতে হয়বাংলাদেশের বাজারেও এই লং লাস্টিং ইনসুলিন পাওয়া যাচ্ছে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ডায়াবেটিসের নতুন ওষুধ ও চিকিৎসাপ্রযুক্তি উদ্ভাবনে বহু বছর ধরে অর্থ বিনিয়োগ করে আসছেএ রকম একটি প্রতিষ্ঠানের কাগজপত্রে দেখা যায়, আগামী পাঁচ-সাত বছরের মাধ্যমে মুখে খাওয়ার ইনসুলিন বাজারে আসবেইতিমধ্যে ইনসুলিন ট্যাবলেটের প্রথম ধাপের পরীক্ষা (ট্রায়েল) শেষ হয়েছে তবে বিজ্ঞানীদের প্রচেষ্টা ছিল বিটা কোষ ধ্বংস বন্ধ করা অথবা বিটা কোষ ফিরিয়ে আনাস্টেম সেল প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথ ধরে এখন বিটা কোষ প্রতিস্থাপন বাস্তব রূপ পেতে যাচ্ছে কাগজপত্রে দেখা যায়, সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের স্টেম সেল সেন্টারে বিটা কোষ প্রতিস্থাপন নিয়ে গবেষণা হচ্ছেসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, খুব শিগগির মানুষ এই গবেষণার সুফল পাবে

সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ১৬, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।