সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: PrimoPDF- পিডিএফ ফাইল তৈরি করার সুন্দর একটি সফটওয়ার

PrimoPDF- পিডিএফ ফাইল তৈরি করার সুন্দর একটি সফটওয়ার


আপনি MS Word, MS Excel বা অন্য যেকোন Document ফাইলকে PDF Convert করার চিন্তা করছেন? যদি সে রকম কিছু আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি PrimoPDF ব্যবহার করতে পারেন এটি কম সাইজের মধ্যে দারুন একটি PDF Converting Tool যা ফ্রীতেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন DoPDF, Cute PDF Writer এর মত PrimoPDF ও আপনার যেকোন Printable Document কে PDF Convert করতে পারে PrimoPDF দিয়ে তৈরি PDF File এর Quality অন্যান্য টুল দিয়ে তৈরি PDF File এর চেয়ে অনেক ভাল হয়ে থাকে আমি বর্তমানে এ টুলটি ব্যবহার করছি যদিও আমার কাছে Office 2013 রয়েছে যা দিয়ে Office to PDF Convert এর কাজটি করতে পারি কিন্তু অন্য Document কে PDF Convert করতে এটির দরকার হয়

এর ব্যবহার টাও খুব সহজ ইনস্টল করার পর পিসিতে একটি Virtual Printer Install হবে এর পর যখন আপনি কোন Document কে Print Command দেবেন তখন Printer এর তালিকায় PrimoPDF এর নাম দেখতে পাবেন

Printer হিসেবে PrimoPDF সিলেক্ট করে OK দিন তাহলে PrimoPDF Dialogue Box আসবে এখানে পরিবর্তন করার মত বিভিন্ন অপশন পাবেন প্রয়োজন মনে করলে পরিবর্তন করতে পারেন আর না চায়লে দরকার নেই সবশেষে Create PDF Button এ ক্লিক করুন


কোথায় কি নামে Save করবেন তা Brows করে দেখিয়ে দিন আপনার কাজ শেষ


এটি দিয়ে আপনি একাধিক PDF File কে জোড়া লাগানোর কাজ করতে পারেন।

এটি Windows এর সব ভার্সনে ব্যবহার করা যাবে তবে .Net Framework 2.0 লাগবে যা বর্তমানে প্রায় সব Windows এ ব্যবহার করা হয়

Download: Home, Softpedia, CNET

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।