সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দূর করুন শিশুর অন্ধকারের ভয়

দূর করুন শিশুর অন্ধকারের ভয়



                                                                         


অন্ধকারের প্রতি ভয় অনেকের মধ্যেই দেখা যায়শিশুদের ক্ষেত্রে এটি বেশি পরিলক্ষিত হয়তবে অনেক ক্ষেত্রে এই ব্যাপারটি পূর্ণবয়স্ক হওয়ার পরেও থেকে যায়, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকরঅনেক সময় রাতে সামান্য শব্দ শুনলেই ভয়ে আপনার শিশুর মুখ ফ্যাকাসে হয়ে ওঠেঅনেক শিশু রাতে অন্ধকারে ঘুমাতে পারে নাঅধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গল্পের ছলে এই ভয়-ভীতি বাড়ির বড়রাই শিশুর মস্তিস্কে স্থায়ী করে দেনফলে ভূত আর কথিত দাবনের ভয় তাকে তাড়া করে ফেরে সর্বদাএটা শিশুদের মানসিক বৃদ্ধিকে চরমভাবে বাধাগ্রস্ত করেগবেষণায় দেখা গেছে একজন মানুষ অন্ধকারে সবচাইতে ভালো ঘুমাতে পারেকারণ অন্ধকার মানুষের ইন্দ্রিয়গুলোকে নিষ্ক্রিয় করে, মস্তিষ্ক শান্ত করেআর শিশুদের জন্য ভালো ঘুম অত্যন্ত অপরিহার্যসুতরাং অভিভাবক হিসেবে আপনার সন্তানের অন্ধকারের ভয় দূর করার দায়িত্বটি আপনারই

শিশুদের এই ভয় দূর করতে যা করণীয়:
সন্তানকে অহেতুক ভূত-প্রেতের কল্পিত কাহিনী শোনানো থেকে বিরত থাকুনতাকে বুঝিয়ে দিন ভূত-প্রেত, রাক্ষস-খোক্ষস কাল্পনিকএর বদলে তাকে বাস্তবধর্মী বিভিন্ন বিষয় গল্পের ছলে বলুনএতে একদিকে তার জ্ঞানের সীমা বাড়বে, অন্যদিকে কল্পিত ভয় থেকে মুক্তি মিলবেপরিবারের অন্যদেরও বিষয়টি জানিয়ে দিন। আপনার সন্তান বিছানায় শোয়ার পর ঘুমিয়ে যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়ার চেষ্টা করুনতাকে জিজ্ঞেস করুন সে কেন ভয় পায়যদি কোন আসবাবপত্র, যেমন আলমারি বা খাটের তলার দিকে ইঙ্গিত করে তাহলে আলো জ্বালিয়ে তাকে দেখিয়ে দিন যে সেখানে কিছু নেই। আপনার সন্তানের কক্ষে একটি নাইট লাইট লাগিয়ে দিনএতে শিশুর ঘরে আলো থাকবে, সে আবছাভাবে সবকিছু দেখতে পাবেফলে তার ভয়ও কম থাকবে। শিশুকে সাথে নিয়ে লাইট জ্বালিয়ে এবং বন্ধ করে বোঝান যে ঘরে আলো থাকলে ঘর যেমন থাকবে, অন্ধকারেও ঠিক একই রকম থাকবেপ্রয়োজনে তাকে বলুন আলো জ্বালিয়ে নিভিয়ে পরীক্ষা করতে

রাতে বাইরের কক্ষ যেমন ড্রয়িং রুম বা হলওয়ের আলো জ্বালিয়ে রাখুন এবং শিশুর ঘরের দরজা খোলা রাখুনএতে বাইরে থেকে আলো আসলে সে ভয় পাবে নাযদি সেইরকম ব্যবস্থা না থাকে তবে তার ঘরের বাথরুমের দরজা হালকা ভেজিয়ে রেখে আলো জ্বালিয়ে দিতে পারেন। শিশুকে অন্ধকারের ভয় দূর করার জন্য কাউন্সিলিং করুনতাকে নিয়ে অন্ধকার ঘরে প্রবেশ করুন এবং বোঝান যে অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নেই। শিশুকে নিশাচর প্রাণীদের পুতুল বা খেলনা কিনে দিনযেমন বিড়াল, পেঁচা কিংবা বাদুড়যদি শিশুরা ভাবতে পারে যে 'অন্ধকারে দেখতে পায়' এমন একটি প্রাণী তার বন্ধু তবে তার ভয় অনেকাংশেই কমে যাবে। আপনার শিশু অন্ধকারে যেসব জিনিসের ভয় পায় সেগুলোর ছবি আঁকতে বলুন, সেগুলোকে সুন্দর করে রঙ করতে বলুনভয় কমে যাবে। আপনার শিশুকে ইচ্ছামত পড়াশোনা করতে দিন, খেলতে দিনতারা ক্লান্ত হয়ে পড়লে দ্রুত বিছানায় যেতে চাইবেদ্রুত ঘুমিয়ে পড়বে। যদি আপনার শিশু কোন ভয়ের মুভি দেখার পর থেকে অন্ধকারে ভয় পেতে শুরু করে, তবে ওই ভয়ের মুভির পেছনে কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সেগুলো বোঝানদরকার হলে কিছু উদাহরণ দেখাতে পারেন। কখনোই আপনার সন্তানকে এটা শেখাবেন না যে সে ভয় পেলে বাবা-মা তার ভয় দূর করতে ছুটে আসবেতাহলে শিশু নিজের ভয় দূর করতে শিখবে নাশিশুকে পরিস্থিতির মুখে ঠেলে দিনআপনি পেছনে থেকে সহযোগিতা করুনবৈজ্ঞানিক ব্যাখ্যা দিন ভয়ের নানা দিকের।



0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।