যুক্তরাষ্ট্রের লাস
ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো ২০১৫ উপলক্ষে চীনের প্রযুক্তিপণ্য
নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে কনজুমার বিজনেস গ্রুপ (বিজি) উন্নত মোবাইল
ইন্টারনেট সেবার প্রতিশ্রুতি দিয়েছে। এখানে হুয়াউয়ে তাদের ফ্ল্যাগশিপ
স্মার্টফোন, পরিধেয়
প্রযুক্তিপণ্য, ট্যাবলেট,
মোবাইল অ্যাকসেস ডিভাইস,
হোম অ্যাকসেস ডিভাইস,
স্মার্টহোম ডিভাইস,
ওটিটি এবং ভেহিকল মাউন্টেড মডিউলসহ
শতাধিক পণ্য প্রদর্শন করছে।
হুয়াউয়ে
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের
উন্নত যোগাযোগ সুবিধা দিতে হুয়াউয়ে ‘হাইলিঙ্ক প্রযুক্তি’ যুগের সূচনা করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে গ্রাহকদের
উন্নত মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করা। হুয়াউয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু
বলেন, ‘গত বছর আমাদের
অসাধারণ কেটেছে। আমরা গত বছরে সাশ্রয়ী দামের ফোনের পাশাপাশি হাই-এন্ডের পণ্য
বাজারে এনেছি। আমাদের স্মার্টফোন বিক্রি ৩০ শতাংশ বেড়েছে। আমাদের ফ্ল্যাগশিপ
স্মার্টফোন হুয়াউয়ে পি সেভেন ও মেট সেভেন সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। এ ছাড়া
ইন্টারব্র্যান্ডের শীর্ষ ব্র্যান্ড তালিকায় আমরা স্থান পেয়েছি।’
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।