সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হঠাৎ মুখ বেঁকে যাওয়া

হঠাৎ মুখ বেঁকে যাওয়া




একদিন ঘুম থেকে জেগে দেখলেন হঠাৎ মুখের এক দিক বেঁকে গেছেকথা বলতে গিয়ে বা হাসতে গেলে ঠোঁটটা বিশ্রীভাবে একদিকে ঝুলে পড়ছে, মুখের এক দিক আর নাড়তে পারছেন নাএমন অবস্থাকে সবাই বলে থাকেন যে মাইল্ড স্ট্রোকহয়েছে। আসলে স্ট্রোক বা পক্ষাঘাতেও মুখ বেঁকে যেতে পারে বইকি, যখন দেহের একটি দিক পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে যায় তখন এর সঙ্গে মুখও আক্রান্ত হয়কিন্তু পক্ষাঘাত ছাড়াও এমন ঘটনার কারণ স্নায়ুগত সমস্যাচিকিৎসাবিজ্ঞানে এর নাম বেলস পালসি

কী হয় বেলস পালসিতে?
ফেশিয়াল নার্ভ বা মুখমণ্ডলের স্নায়ু আমাদের মুখের পেশিগুলোতে নিয়ন্ত্রণ করে কোনো কারণে এই স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মুখের পেশি শক্তি হারায় ও মুখ বেঁকে যায়এর সবচেয়ে বড় কারণ হলো হারপিস ভাইরাস সংক্রমণএ ছাড়া ডায়াবেটিস, স্ট্রোক ইত্যাদি কারণেও ফেশিয়াল নার্ভ অকার্যকর হতে পারেতবে বেশির ভাগ ক্ষেত্রে কোনো কারণ নির্ণয় করা যায় নাতখনই একে বলা হয় বেলস পালসিবেলস পালসি হলে মুখের এক দিকটা ঝুলে পড়ে, পেশি নাড়ানো যায় না, চোখ খুলতে ও বন্ধ করতে সমস্যা হয়অনেক সময় চোখ খুলেই থাকেখেতে গিয়ে মুখের এক দিক দিয়ে সব পড়ে যাওয়ার মতো অবস্থা হয়চেষ্টা করেও কপাল কোঁচকানো যায় নাকখনো কানের ভেতর বা পেছনে ব্যথা হয়, কানে বেশি শোনা যায়জিবের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে


চিকিৎসা কী?
যত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, ততই ভালোকেননা, স্টেরয়েড বা অ্যান্টিভাইরাল চিকিৎসা ৭২ ঘণ্টার মধ্যে শুরু করলেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় ছাড়া চিকিৎসক বিশেষ ধরনের ব্যায়াম শিখিয়ে দেবেন, যা দিনে কয়েকবার করতে হবেএই সময় চোখ ও মুখের যত্ন নিতে হবেযেহেতু চোখ সহজে বন্ধ হয় না, তাই তা শুষ্ক হয়ে যায়চোখের ড্রপ ব্যবহার ছাড়াও বিশেষ প্যাচ ব্যবহার করে চোখ বন্ধ রাখা হয়খাবার খেতে সমস্যা হলে ধীরে ধীরে তরল বা আধা তরল খাবার খেতে হবেবেশির ভাগ বেলস পালসি কয়েক দিন বা কয়েক মাসের মধ্যেই সেরে যায়কিছু ক্ষেত্রে সমস্যাটা দীর্ঘমেয়াদিও হতে পারেবেলস পালসি গুরুতর গোছের কোনো রোগ নয়, তবে এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াটাই উত্তম।



ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, 
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ|

সূত্রঃ প্রথম আলো


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।