সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হাত দেখে চিনে নিন রোগের লক্ষণ

হাত দেখে চিনে নিন রোগের লক্ষণ


ভাগ্য গণনাকারীরা হাত দেখে ভাগ্য বলে দিতে পারেএমন বিশ্বাস হয়তো কারও কারও আছেকিন্তু চিকিৎসকেরা হাত দেখে বুঝতে পারেন রোগের লক্ষণহাতের বর্ণ-চেহারা-নখ ইত্যাদি আপনার গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করেআপনার হাতই হয়তো বলে দিতে পারে অনেক কিছু


হাত মেলানো মন্দ নয়
চিকিৎসকের সঙ্গে হাত মেলানোর মাধ্যমেও হয়তো জানা যাবে অনেক কিছুযেমন: হাইপার থাইরয়েড, অতি উদ্বিগ্ন রোগীর হাত ঘামে ভেজা থাকে, হাতে কাঁপুনি থাকতে পারেআবার হাইপোথাইরয়েড রোগীর হাত থাকে খসখসেহাতের তাপমাত্রাও অনুভব করা যাবে এর মাধ্যমেইআপনি একজন ধূমপায়ী কি না, তা-ও বোঝা যাবে আপনার আঙুল ও নখের রং দেখেইআপনার আঙুলের ফাঁকে সংক্রমণ থাকলেও তা নজরে আসবে সহজে

নখের আছে নানা রং
দেহে স্বাভাবিক রক্ত থাকলেই সাধারণত নখের রং গোলাপি হয়নখ দেখতে যদি ফ্যাকাশে ও প্রাণহীন লাগে, তবে রক্তস্বল্পতা আছে বলে ধরা যায়ডায়াবেটিস বা যকৃতের রোগেও নখ ফ্যাকাশে হয়নখ হলুদ এবং শক্ত ও মোটা হয়ে গেলে বুঝতে হবে, আপনার নখে ছত্রাকের সংক্রমণ হয়েছেনখে সাদা সাদা ছোপ পড়তে পারে কিডনির সমস্যায় বা আমিষের অভাবেনখের নিচে ও কোণে নিলচে রং হলে বুঝতে হবে যথেষ্ট অক্সিজেনের সরবরাহ নেই দেহেহাঁপানি রোগী বা ফুসফুস ও হৃদ্রোগীদের ঠোঁট বা নখ নীল হয়ে এলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন

ভঙ্গুর নখ
অনেকের অল্পতেই নখের আগা ভেঙে যায়নখে বা হাতে বেশি পানি লাগালে নখ ভঙ্গুর হয়ে যায়এ ছাড়া বারবার নখ ভেঙে যাওয়া পুষ্টিহীনতা বা রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণনখের কোণের ত্বক লাল ও ফোলা হতে পারে সংক্রমণের কারণেএকে প্যারোনাইকিয়া বলেআবার সোরিয়াসিসের রোগীদের নখে গর্ত গর্ত থাকতে পারে

আঙুল ফুলে কলাগাছ?
নখ ও আঙুলের মাঝে একটা কৌণিক ব্যবধান থাকার কথাএই কোণ নষ্ট হয়ে গেলে তাকে বলে ক্লাবিংফুসফুস ও হৃদ্যন্ত্রের নানা জটিল রোগে এ ক্লাবিং হতে দেখা যায়রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের হাতে কয়েক রকমের অস্বাভাবিকতা দেখা যায় যেমন, আঙুল হয়ে যায় বাঁকাআবার বাতের নানা সমস্যায় হাতের বিভিন্ন সন্ধি ফুলে যেতে পারেহাতের বিভিন্ন স্নায়ুর সমস্যাও বোঝা যাবে হাতের আকৃতি দেখেই

এসব ছাড়াও ত্বকের ও সন্ধির নানা রোগ, শিশুদের ডাউনস সিনড্রোম (অঙ্গপ্রত্যঙ্গের অস্বাভাবিক আকৃতি) ও নানা রকমের ক্যানসারের গুরুত্বপূর্ণ উপসর্গ বলে দেয় আপনার হাত।  ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ|


অধ্যাপক এ বি এম আবদুল্লাহ 



সূত্রঃ প্রথম আলো,  ০২:০৭, জানুয়ারি ২১, ২০১৫ 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।