সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পুরুষের চুল পড়া রোধে করণীয়

পুরুষের চুল পড়া রোধে করণীয়



দিনে দিনে টেকো মাথার মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছেজীবনযাপন পদ্ধতির পরিবর্তন, খাদ্যাভাস, পরিবেশ দূষণ নানা কারণে চুল পড়া সমস্যা তৈরি হতে পারেকর্মব্যস্ত পুরুষদের উচিৎ সবসময় শরীরের পাশাপাশি চুলগুলোরও যত্ন নেওয়াকারণ পুরুষদের অনেক সময় ধরে বাইরে থাকতে হয় এবং বাইরের ধুলো-বালি, রোদ চুলের অনেক ক্ষতি করেসঠিক যত্নের অভাবে চুল পড়তে শুরু করেতাই শত ব্যস্ততার ফাঁকে সময় করে হলেও চুলের যত্ন নেওয়া খুব প্রয়োজনজেনে নিন পুরুষের চুল পড়া রোধে যে ৬টি যত্ন জরুরি:

সপ্তাহে একদিন গরম খাঁটি নারিকেল তেলের সাথে ভিটামিনক্যাপসুল মিশিয়ে চুলে ম্যাসেজ করতে পারেন। (ক্যাপসুল ফুটো করে ভেতরের নির্যাস বের করে নেবেন)
চায়ের লিকার খুব ভালো কন্ডিশনারের কাজ করেপরিষ্কার পানিতে চা ফুটিয়ে ছেঁকে নিয়ে তা ব্যবহার করুন শ্যাম্পু করার পর১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন
মাসে ২ বার ডিমের সাথে লেবুর রস মিশিয়ে মাথায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুনএতে চুল হবে সুন্দর ও মসৃণ
চুল যেমনই হোক তেল ম্যাসেজ চুলের জন্য খুব উপকারীসপ্তাহে ২ দিন তেল ম্যাসেজ করে, একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চিপে পানি ফেলে নিন তারপর মাথায় গরম তোয়ালে পেঁচিয়ে রাখুন
আপনার ব্যবহার করা চিরুনি অন্যকে ব্যবহার করতে দেবেন নাচিরুনি সবসময় পরিষ্কার রাখুন
হেয়ার স্প্রে, জেল খুব বেশি ব্যবহার না করাই ভালো


৩টি মন্তব্য:

  1. চুল পড়া নিয়ে অনেক গবেষণা হচ্ছে কিন্তু চুল পাকা নিয়ে হয় না কেন?

    উত্তরমুছুন
  2. আগে নিজে ব্যবহার দেখ ফল পাও কিনা ? তারপর আমরা................

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার চুল পড়ে না স্যার! পড়লে অবশ্যই পরীক্ষা করতাম।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।