সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ভারতীয় ভিসার আবেদন এখন সরাসরি

ভারতীয় ভিসার আবেদন এখন সরাসরি





                পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন ১ ফেব্রুয়ারি থেকেইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারবা আইভিএসিতে গিয়ে সরাসরি জমা দেওয়া যাবেআজ বৃহস্পতিবার আইভিএসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে অনলাইনে ফরম পূরণের পর একটি তারিখ দেওয়া হতোশুধু সেই তারিখে আবেদন ফরম আইভিএসিতে গিয়ে জমা দেওয়া যেতআইভিএসসি পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার গুলশান, মতিঝিল ও ধানমন্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি গিয়ে ফরম জমা দেওয়া যাবেতবে পর্যটক ভিসার জন্য আগের পদ্ধতিইবহালথাকবে অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিসা ভিসার জন্য সরাসরি আবেদন নেওয়া হচ্ছিলকয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিজ্ঞপ্তিতে জানানো হয়, https: //www. indianvisaonline. gov এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন ফরমের একটি কপিসহ ভিসা প্রসেসিং ফি ও প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উল্লিখিত যেকোনো একটি কেন্দ্রে আবেদনকারীকে উপস্থিত হতে হবেছাপানো আবেদন ফরমের ওপরে বাম পাশে যে তারিখটি উল্লেখ থাকবে (ওয়েব রেজিস্ট্রেশন তারিখ) তার চার দিনের মধ্যেই সেন্টারে উপস্থিত হতে হবে যেকোনো কার্যদিবসের সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ আবেদন ফরম জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়
সূত্রঃ প্রথম আলো

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।