সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বোমার আগুন নেভাবে বোমা

বোমার আগুন নেভাবে বোমা

                                  

বোমাই ঠেকিয়ে দেবে বোমাসে ধরনেরই একটি বোমা আবিষ্কার করেছে গাইবান্ধার আমার বাংলা বিদ্যাপীঠের সপ্তম ও নবম শ্রেণির পাঁচ শিক্ষার্থীতাদের এ আবিষ্কার সবাইকে চমকে দিয়েছেগত মঙ্গলবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তাদের আবিষ্কৃত এ বোমার সফল প্রদর্শনী হয়েছেএ সময় মেলায় আসা সাধারণ মানুষ তাদের আবিষ্কার দেখে উল্লাস প্রকাশ করেঅভিনব এই বোমার পাঁচ কারিগর হলেনসাকোয়াৎ সিদ্দিক রবিনপ্রতীক সরকার রিতুলসাইফ সাইফুল্যা নাঈমমাহমুদুল হাসান সান ও আশিকুর রহমান স্মরণতাদের দলনেতা নবম শ্রেণির ছাত্র নাঈম


নাঈম জানানবাসট্রাকবাসাবাড়ি বা যেকোনো প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিলে ওদের এ বোমা পাল্টা নিক্ষেপ করলে মাত্র কয়েক সেকেন্ডে আগুন নিয়ন্ত্রণে আসবেবোমা তৈরির উপকরণ বলতে খাবার সোডাভিনেগার ও একটি কাচের বোতলএকটি কাচের বোতলে কিছু ভিনেগার ও খাবার সোডা ঢুকিয়ে বোতলের মুখটা বন্ধ করে দিলেই হয়ে যায় প্রতিরক্ষামূলক এ বোমাপরীক্ষামূলকভাবে তারা স্বাধীনতা প্রাঙ্গণের এক কোনায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর তাদের তৈরি বোমা দিয়ে তা মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে

তারা আরো জানায়ভিনেগার ও খাবার সোডা কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করেকার্বন ডাই-অক্সাইড দ্রুত আগুন নিভিয়ে ফেলেএকটি মাঝারি বাসের জন্য ১০ থেকে ১৫টি বোমা ব্যবহার করলেই আগুন নেভানো সম্ভবআগুনের ভয়াবহতা অনুযায়ী বোমার সংখ্যা বা আকৃতি বৃদ্ধি করা যেতে পারেপ্রতিটি আগুন নিরোধক ওই বোমা তৈরি করতে মাত্র ৪০ টাকা খরচ হবে

দলের সদস্য রবিন জানানগাইবান্ধার তুলসীঘাটে পেট্রলবোমায় আটজন মানুষ প্রাণ হারানোর ঘটনাটি তাদেরকে ব্যথিত করেপোড়া লাশ আর আহত মানুষ দেখে ওরা পাঁচজন পেট্রলবোমার আগুন থেকে মানুষকে বাঁচাতে এ পদ্ধতি আবিষ্কার করেন


এ ব্যাপারে গাইবান্ধা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেননাশকতার আগুন নিয়ন্ত্রণে তাদের নতুন এ বোমা সময়োপযোগীএ পদ্ধতি বড় পরিসরে ছড়িয়ে দেওয়া গেলে সাধারণ মানুষের উপকার হবে বলেও মন্তব্য করেন তিনিগাইবান্ধা বিজ্ঞান ক্লাবের সভাপতি ধীরেশ চক্রবর্ত্তী বলেন, 'তাদের ব্যতিক্রমী এই আইডিয়া জাতীয় পর্যায়ে আলোচিত হলে সাধারণ মানুষ আগুনে বোমার বিরুদ্ধে শান্তির এই বোমা ব্যবহার করতে পারবে|

সূত্রঃ কালেরকন্ঠ



0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।