সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: LockHunter Delete Lock File –ডিলিট না হওয়া ফাইল ডিলিট করুন।

LockHunter Delete Lock File –ডিলিট না হওয়া ফাইল ডিলিট করুন।


মাঝে মধ্যে আমরা ফাইল বা ফোল্ডার ডিলিট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। আর সেটা হলো ফাইলটি ডিলিট হয় না বরং "The action can't be completed because the file is open in another program" ধরনের মেসেজ দিয়ে থাকে যার মানে হলো ফাইলটি বর্তমানে কোনভাবেই ব্যবহৃত হচ্ছে। যদিও ফাইলটি ব্যবহৃত হচ্ছে না। এ ধরনে সমস্যায় ফাইলটি ডিলিট করার জন্য কিছু Unlocker এর মত ছোট টুল রয়েছে যার মধ্যে একটি হলো LockHunter


এটি দিয়ে আপনি Lock/Undelete File Delete করতে পারেন। ডিলিট করার পর সাধারণ নিয়মের মত এটি রিসাইকেল বিনে চলে যায়। তাই ইচ্ছে করলে তা আবার ফিরিয়ে আনতে পারেন। সফটওয়ারটি ফ্রীতেই ব্যবহার করা যাবে। টুলটি ছোট হলেও পছন্দের বেশ কিছু ফীচার রয়েছে। Lock File কে Unlock, Delete, Copy, Rename করতে পারেন। এটি Right Click Menu তে এড হয় যার মাধ্যমে Lock File সম্পর্কে Information ও পাওয়া যায়।


Download: Home, CNET 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।