গলায় মাছের কাঁটা আটকে গেলে আমরা সচরাচর কী করি? প্রথমেই পানি পান করি, তারপর এক মুঠো ভাত একবারে গিলে ফেলি। কিন্তু এতেও যদি কাঁটা না নামে তাহলে কী করণীয়? নিচে তেমনই ৭টি ভিন্নরকম কৌশল নিয়ে আলোচনা করা হলো :
১. শুধু পানি পান করলেই হবে না। হালকা গরম পানির সঙ্গে অল্প লবণ গুলিয়ে পান করুন। দেখবেন কাঁটা নরম হয়ে নেমে যাবে।
২. কিছু ভাত নিয়ে এগুলো দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। তবে শুধু ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না। পানি দিয়ে গিলে ফেলতে হবে।
৩. আরেকটি সহজ একটি উপায় আছে। তা হলো কলা খাওয়া। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে।
৪. লেবু দিয়ে কাঁটা নিচে নামাতে পারেন। এজন্য এক টুকরো লেবু নিয়ে তাতে একটু লবণ মাখিয়ে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। দেখবেন, আপনার গলায় কাঁটা আছে বলে মনেই হবে না!
৫. পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাঁটা দূর করতে সহায়তা করবে।
৬. সামান্য অলিভ অয়েল পান করেও কাঁটা সরাতে পারেন।
৭. মজার একটা উপায় আছে। তা হলো কোমল পানীয় পান। এক গ্লাস কোমল পানীয় পান করুন। দেখবেন, কাঁটা যেন হাওয়ায় মিশে গেছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।