সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: যেসব খাবারে ওজন বাড়ে

যেসব খাবারে ওজন বাড়ে

                                       
ওজন কমাতে আধপেটা খেয়ে থাকেন অনেকেইআবার একদম না খেয়েই কেউ কাজে-কর্মে ব্যস্ত থাকার চেষ্টা করেনদীর্ঘ সময় না খাওয়ায় মেজাজটাও খিটখিটে হয়ে যায় কাজে-কর্মেও গতি কমে আসেসত্যি বলতে কী, পেট ভরে খেয়েও কিন্তু ওজন কমানো যায়তবে খাবারটা খেতে হবে হিসাব করে, ক্যালরি মেপেআর যদি লোভে পড়ে খানিকটা মসলাদার খাবার পেটে চালানই হয়ে যায়, তারও বন্দোবস্ত আছে


ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদের কাছ থেকেই তথ্যটা যাচাই করে নেওয়া যাকতিনি বলেন, ‘১০০ ক্যালরি শক্তির জন্য নিদেনপক্ষে ২০ মিনিট দ্রুত (ঘাম ঝরিয়ে) হাঁটতে হবেএভাবেই অতিরিক্ত খাবারের ক্যালরি পরিশ্রম করে পুড়িয়ে ফেলতে হয়তিনি জানালেন, যেসব খাবারে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেসবের কথাসকালে খিচুড়ি, ভাত, লুচি, পরোটা, পনির, রুটিসহ তেল-মসলার খাবার খেলে ওজন বাড়বেঅন্যদিকে হাতে তৈরি রুটি, পাউরুটি, কম তেলের সবজিএগুলো ওজন বাড়াবে নাডিম খেতে চাইলে সেদ্ধ খানভাজি, অমলেট কিংবা পোচ করে নয়দুপুরের খাবারে পরিমাণমতো ভাত, রুটি, অল্প তেলে রান্না নুডলস খেলে ওজন বাড়বে নাঅন্যদিকে পোলাও, তেহারি, বিরিয়ানি, ফ্রায়েড রাইসে ওজন বাড়াবেদুপুরে খেতে পারেন রান্না করা সবজি কিংবা ভর্তাঅন্যদিকে ভাজা সবজি ওজন বাড়িয়ে দেবেফ্রায়েড চিকেন কিংবা রোস্টে ওজন বাড়াবেতবে কম তেল-মসলায় রান্না করা মাংস খেতে পারেন নিশ্চিন্তেভুনা ও চর্বিযুক্ত মাংসও ওজন বাড়ানোর হারকে ত্বরান্বিত করেবিকেলের নাশতায় খেতে পারেন ক্লিয়ার স্যুপথাই স্যুপ বা ক্রিম স্যুপে ওজন বাড়ে দ্রুতখেতে পারেন তন্দুরি বা গ্রিলড খাবারএসবে ওজন বাড়ে না অন্যদিকে পিৎজা, কাবাব, চিকেন ফ্রাই, স্যান্ডইউচ, বার্গার, কেক, পেস্ট্রি, মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়িয়ে দেয়


রাতের খাবারে সবজির পাশাপাশি মাছের ঝোল খেতে পারেন, তবে মাছ ভাজা নয়তেলে ভাজা মাছ ওজন বাড়িয়ে দেবে শামছুন্নাহার নাহিদ বারবারই একটি কথার প্রতি জোর দিলেন, ‘একবারে বেশি খেয়ে ফেলা নয়, অল্প করে বেশিবার খান, ওজন শরীরের বশে থাকবেযোগ করলেন, ‘প্রতি বেলা খাবার শেষে খানিকটা টকদই খেতে পারেন, এটি ওজন কমাতে সাহায্য করবেসকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাতের খাবারের বাইরে চাইলে খেতে পারেন মুড়ি, চিড়া, সেদ্ধ ছোলা কিংবা শুধু সালাদখাওয়া শেষে যাদের কোমলপানীয় পানের অভ্যাস, এই বেলা তাঁরা ডায়েট পানীয়তে অভ্যস্ত হোন সবচেয়ে ভালো হয় ফলের রসে তৃষ্ণা মেটাতে পারলে, তবে ফল টক হওয়াই বাঞ্ছনীয় কারণ মিষ্টি ফলও ওজন বাড়ায়


সুত্রঃ প্রথম আলো

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।