বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের ধনসম্পদের পরিমাণ আরও বেড়েছে। সম্পদের মোট মূল্য ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি, এমন ধনীর সংখ্যা এখন ১ হাজার ৮২৬ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৬৪৫ জন। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বা বিলিয়নিয়ার ব্যক্তিদের বার্ষিক এই তালিকার শীর্ষ স্থানে আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল উইলিয়াম গেটস। এ নিয়ে তিনি এই তালিকায় ২১ বারের মধ্যে ১৬ বারই প্রথম হন।
১ বিল গেটস
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৭,৯২০ কোটি ডলার
২ কার্লোস স্লিম হেলু
মেক্সিকো
নিট
সম্পদমূল্য ৭,৭১০ কোটি ডলার
৩ ওয়ারেন বাফেট
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৭,২৭০ কোটি ডলার
৪ অ্যামানসিও ওর্তেগা
স্পেন
নিট
সম্পদমূল্য ৬,৪৫০ কোটি ডলার
৫ ল্যারি অ্যালিসন
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৫,৪৩০ কোটি ডলার
৬ চার্লস কোচ
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৪,২৯০ কোটি ডলার
৭ ডেভিড কোচ
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৪,২৯০ কোটি ডলার
৮ ক্রিস্টি ওয়ালটন
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৪,১৭০ কোটি ডলার
৯ জিম ওয়ালটন
যুক্তরাষ্ট্র
নিট
সম্পদমূল্য ৪,০৬০ কোটি ডলার
১০
লিলিয়ান বেতেনকোর্ট
ফ্রান্স
নিট
সম্পদমূল্য ৪,০১০ কোটি ডলার
সর্বকনিষ্ঠ ধনী
মেসেসিং অ্যাপ্লিকেশন
স্ন্যাপচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা
ইভান স্পাইজেল মাত্র ২৪ বছর বয়সেই ১৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে তালিকায় ঢুকেছেন। মোট ৪০ বছরের কম বয়সী বিলিয়নিয়ার আছেন ৪৬ জন।
নবীন সেলফ-মেইড
রক্ত পরীক্ষার প্রতিষ্ঠান থেরানোসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমস মাত্র ৩১ বছর বয়সে ৪৫০ কোটি ডলার নিয়ে সবচেয়ে নবীন সেলফ-মেইড বিলিয়নিয়ার হয়েছেন
নারী
এবারের তালিকায় নারী বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ বেড়ে ১৯৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে ৬৭ জনই যুক্তরাষ্ট্রের। এ ছাড়া জার্মানির ১৯ ও ব্রাজিলের ১৩ জন। গত বছর মোট নারী বিলিয়নিয়ার ছিলেন ১৭২ জন।
যুক্তরাষ্ট্রই শীর্ষে
সর্বাধিক ৫৩৬ জন বিলিয়নিয়ার হলেন যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জন চীনের। এ ছাড়া জার্মানির ১০৩ জন, ভারতের ৯০ জন ও রাশিয়ার ৮৮ জন আছেন।
তথ্যপ্রযুক্তি খাতের জয়জয়কার
এবারও তথ্যপ্রযুক্তি খাতের ধনীরা ভালো করেছেন। প্রথম ২০ জনের মধ্যে ছয়জনই হলেন এই খাতের। ফেসবুকের মার্ক জাকারবার্গ ৩,৩৪০ কোটি ডলারের সম্পদ নিয়ে ১৬তম হন। চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ২,২১০ কোটি ডলার নিয়ে ৩৩তম হয়েছেন।
সম্পদের পরিমাণ
১,৮২৬ জন বিলিয়নিয়ারের মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭.০৫ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন = এক লাখ কোটি)। গত বছরের ১,৬৪৫ জনের সম্পদমূল্য ছিল ৬.৪ ট্রিলিয়ন ডলার। ১,৮২৬ জনের মধ্যে ১,১৯১ জনই হলেন সেলফ-মেইড। অর্থাৎ নিজস্ব প্রচেষ্টাতেই তাঁরা বিলিয়নিয়ার হন। ২৩০ জন উত্তরাধিকার বা পারিবারিক সূত্রে বিলিয়নিয়ার হন। আর বাকি ৪০৫ জন পারিবারিক সম্পদ বাড়িয়ে বিলিয়নিয়ার হন।
এ সম্পর্কে আরো পড়ুনঃ আলোকিত মানুষ,
আলোচিত খবর
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।