সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: গ্যাসট্রিক থেকে দূরে থাকার কিছু টিপস

গ্যাসট্রিক থেকে দূরে থাকার কিছু টিপস


কেউ নিয়মিত আবার কেউ বা মাঝে মধ্যে গ্যাসট্রিক বা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভোগেন৷ কেন এই সমস্যা হয় এবং খাওয়ার পর গ্যাস বা অম্বলকে কীভাবে এড়ানো যায় তারই কিছু সহজ উপায় থাকছে এই ছবিঘরে৷


তিন বেলার খাবার ছয় বেলায় খানঃ

আপনি তিন বেলার খাবারকে ভাগ করে ছয়বার খান৷ তেলে ভাজা খাবার, অতিরিক্ত ঝাল, চর্বি, মসলা, মিষ্টি, অর্থাৎ যেসব খাবার হজম করতে সমস্যা হয়, সেগুলো খাবার তালিকা থেকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে হালকা খাবার খান৷ যেমন আপনার খাবারের তালিকায় থাকতে পারে মাছ, অল্প মাংস, সবজি, আলু ইত্যাদি৷ এছাড়া খালি পেটে ফলের রস বা টক জাতীয় খাবার একেবারেই নয়৷


খাবার উপভোগ করুনঃ

পরিমাণে অল্প খাবার একটু ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান৷ দুপুরে খাওয়ার পর পরই ঘুমানো উচিত নয়, কারণ এতে খাবার আবার পাকস্থলীতে ফিরে আসতে পারে৷ বরং হাতে সময় থাকলে খাবার পর একটু হাঁটা যেতে পারে, যা খাবার হজম এবং মলত্যাগে সহায়তা করে থাকে৷

বুঝে পান করুনঃ

পিপাসা মেটাতে পানি এবং হালকা চা পান করতে পারেন৷ তবে দিনে কম পক্ষে দুই লিটার পানি পান করা উচিত, যাতে খাবার পাকস্থলীতে ভালো করে মিশে কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে৷ কফি বা অ্যালকোহল যতটা সম্ভব কম পান করলেই ভালো৷ তবে শুধু খাবার নয়, জল পান করার দিকেও কিছুটা গুরুত্ব দিতে হবে৷


ঢিলেঢালা পোশাকঃ

খুব টাইট জিন্স বা কোমরের বেল্ট বেশি টাইট করে বাঁধবেন না৷ কারণ টাইট বেল্ট পেটে চাপ দেয়, যার ফলে টক ঢেকুর উঠতে পারে৷ কাজেই একটু আরামদায়ক বা একটু ঢিলে কাপড়-চোপড় পরাই স্রেয়৷




নিয়মিত হাঁটাচলা করুনঃ

হাঁটা-চলার কোনো বিকল্প নেই’ – এ কথা কম-বেশি আমরা সকলেই জানি৷ অতিরিক্ত ওজনের কারণে পেটে চাপ পড়ে এবং হাঁটাচলা না করায় মলত্যাগ করার পথে বাঁধা সৃষ্টি হয়৷ তাছাড়া পেটে খাবার জমে থাকা মানেই অস্বস্তি বোধ এবং সে কারণে ওজন কমানো বা ওজন ঠিক রাখাও সম্ভব হয় না৷ ব্যায়াম এবং হাঁটাচলা করলে শরীর থাকে হালকা থাকে, অন্ত্রও থাকে সক্রিয় আর গ্যাসও হয় কম৷


বালিশটা একটু উঁচু করে ঘুমাবেনঃ

গ্যাসট্রিক বা অম্বলের সমস্যা সাধারণত রাতে বেলায় হয়৷ তাই বালিশটা একটু উঁচু করে এবং শরীরের ওপরের দিকটাও একটু উঁচুতে তুলে ঘুমাবেন৷ এতে গ্যাসট্রিক অ্যাসিড ওপরে উঠতে পারে না৷ বাঁদিকে কাত হয়ে ঘুমালেও পেটে চাপ কম পড়ে৷ তাছাড়া রাতের খাবার ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টা আগে খেলে খাবার হজম করতে আর কোনো সমস্যা হয় না৷

আঁশযুক্ত খাবারঃ

ডাক্তারি ভাষায় টক খাবার বলতে বোঝায় মুরগির মাংস, মাছ, ভাত, মসুরের ডাল ইত্যাদি৷ এ ধরনের খাবার খাওয়ার পর অ্যাসিড হতে পারে৷ তাই আলু, রুটি, সিম, মটরশুটি, মুগের ডাল, কলাইয়ের ডাল ইত্যাদি খাবার টক খাবারের সাথে মিশিয়ে খেলে অম্বলের সম্ভাবনা অনেক কমে যায়৷ এছাড়া প্রতিদিন খাবারের তালিকায় সামান্য আলু সেদ্ধ বা আলুর তরকারি থাকতে পারে৷ আঁশযুক্ত খাবারের কথা অবশ্যই মাথায় রাখতে হবে৷


স্ট্রেসকে দূরে রাখুনঃ

‘‘স্ট্রেস বা মানসিক চাপের সাথে রয়েছে পেটের ঘনিষ্ঠ সম্পর্ক৷ তাই যে কোনো সংঘাত এড়িয়ে যতটা সম্ভব স্ট্রেসথেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন৷ হালকা খাবার, যথেষ্ট হাঁটাচলা, কিছুটা বিশ্রাম এভাবেই পেট বা অন্ত্রকে রক্ষা করতে, গ্যাসট্রিককে প্রতিরোধ করতে পারেন৷’’ এ পরামর্শ কোলনের ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ ডা. ইয়োর্গেন স্ল্যুইটারের৷



ধূমপান নয়ঃ

স্ট্রেস বা মানসিক চাপের ফলে পেটে অ্যাসিড প্রতিক্রিয়া দেখা দেয় সেকথা আমরা অনেকেই জানি৷ স্ট্রেসের কারণে অনেকে ধূমপান করেন৷ কিন্তু নিকোটিন অন্ত্রের খাবার মলদ্বারের রাস্তায় যে পথ দিয়ে যায়, সেটিকে দুর্বল করার ক্ষেত্রে প্রভাব ফেলে৷ এছাড়া স্ট্রেস হরমোন হজম শক্তিকে নিয়ন্ত্রণ করে৷ শরীরের ভারসাম্য রক্ষায় অসুবিধার কারণে পেটে অ্যাসিড উৎপাদন হয়, কাজেই আর ধূমপান নয়!




গ্যাসট্রিককে জয় করুনঃ

হাঁপানি, হৃদরোগ, জন্ম নিরোধ ট্যাবলেট বা ব্যথার ওষুধ সেবন থেকেও অম্বল বা গ্যাসট্রিক হতে পারে৷ তাই যাঁরা এরকম ওষুধ সেবন করেন তাদের গ্যাসট্রিকের সমস্যা দেখা দিলে সেকথা সরাসরি ডাক্তারকে বলুন৷ কখনো অম্বল হয়নি এমন মানষ খুঁজে পাওয়া কঠিন৷ কারুর হঠাৎ করে এ সমস্যা দেখা গেলে, বুঝতে হবে যে হয় অতিরিক্ত খাওয়া বা দেরিতে খাওয়া বা ভুল খাওয়ার কারণে এমনটা হয়েছে৷


সূত্রঃ DW.DE

৩টি মন্তব্য:

  1. কামরুল ভাই,,, GPT তে পাটিশন করা হার্ডডিস্কে কিভাবে উইন্ডোজ ৭/৮/৮.১ ইন্সটল দেয়া যায় একটু বলেন,,,,আমার ল্যাপটপের আগে থেকে উইন্ডোজ ৭ আল্টিমেট ৬৪ বিট দেয়া আছে,,,,এখন দোকান থেকে উইন ৭ ৬৪ বিট ইন্সটল করতে গেলে
    this drive in gpt partition system,, setup cannot start এরর দেখায়
    আমার কাছে উইন ৭ এর ৬৪ বিট আইএসও ইমেজ ফাইল আছে,,,, wintool kit দিয়ে কিভাবে এরকম আইএসও ইমেজ তইরি করা যায় একটু বলেন,,,
    বাজার থেকে অনেক গুলো ৬৪ বিট দিয়ে ট্রাই করেছি কিন্তু gpt তে ইন্সটল হয় না,,,,
    আমার ল্যাপটপের বায়োস হল uefi,,,,
    আমি জানি যে এটাতে gpt থেকে mbr এ পাটিশন করলে ইন্সটল হয়,, কিন্তু আমি পাটিশন করতে চাইনা,,,,এবং জানিযে gpt ড্রাইভেও ৬৪ বিট ইন্সটল দেয়া যায়,,,,প্লিজ একটু বলেন

    উত্তরমুছুন
  2. আপনি যেটা চাচ্ছেন সেটা খুব ঝামেলাপূর্ণ কাজ। উইন্ডোজের ডিভিডিগুলো সাধারণ MBR Bootable হয়ে থাকে। GPT পার্টিশানে এগুলো দিয়ে বুট করা যায় না। তাছাড়া ৩২বিট উইন্ডোজেও ইনস্টল দিতে ঝামেলা। আপনি ডিভিডি থেকে Bootmgr File টি Delete করে ডিভিডি তৈরি করে দেখুন। অথবা একটি FAT32 Formatted পেনড্রাইভে Sardu, Rufus দিয়ে Windows Pendrive তৈরি করুন। ওটা থেকেই ইনস্টল দেয়ার চেষ্টা করুন। GPT তে বুট করার সময় সাধারণত Manually বুট করতে হয়।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।