ডাক্তারী পরীক্ষায় সবকিছু ঠিকঠাক জানান দিলেও শিশুটির জন্মের
পর চমকে উঠলেন উপস্থিত সকলে। মিনিট দশেক আলাদা রুমে রাখার পর ২.৯ কেজি ওজনের নবজাতককে তুলে
দেয়া হয় মায়ের কোলে। মুক দেখেই কেঁদে ফেললেন মা। কারণ শিশুটির নাক নেই। তাকে নিঃশ্বাস নিতে হচ্ছে মুখ দিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার এক হাসপাতালে জন্ম নেয়া এই
অবাক শিশুর নাম এলি। গত ৪ মার্চ তার জন্ম হয়। মেডিক্যাল সায়েন্সের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ১৯ কোটি ৭০ লক্ষ
মানুষের মধ্যে একজনের জন্ম এমন হতে পারে। জন্মের কয়েকদিন পর একটি অস্ত্রোপচারের পর নাক ছাড়াই এলি বেশ
সুস্থ আছে। এদিকে, অবাক শিশু এলিকে বিভিন্ন সামাজিক
যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন ফটোশপের কারসাজি বুঝি কিন্তু আসল
ঘটনা জানার পর সকলে এলিকে 'অবাক শিশু' বলে আখ্যায়িত করেছেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।