Multi Boot USB এর চাহিদা বাড়ছে
দিন দিন। বিশেষ করে যারা কম্পিউটার হার্ডওয়ারের কাজ করে তাদেরতো Multiboot USB ছাড়া বিকল্প নাই
বললেই চলে। Multiboot USB/CD/DVD ব্যবহার না করা
পর্যন্ত এর গুরুত্ব বুঝাটা একটু কঠিনই বটে। সময়ের প্রয়োজনে আমরা ইতিমধ্যে অনেক পোস্ট
করেছি Multiboot USB এবং Multiboot CD/DVD নিয়ে। এই পোস্টে একটি Multiboot
USB তৈরি করবো যাতে Window XP থেকে Window 8.1 পর্যন্ত সব Operating System সহ আরো অনেক কিছু এড করা যাবে।
Necessary Tools:
- USB Flash Drive. কাজের সুবিধার্থে দুটি হলে ভাল হয়। সাইজটা আপনার চাহিদামত হবে। আমি এ কাজে 32GB Flash Drive ব্যবহার করেছি। আপনি চায়লে 16GB ও ব্যবহার করতে পারেন।
- WinSetupFromUSB. টুলটি দিয়ে Multi Boot USB তৈরি করা যায়। তবে আমরা এটাকে আমাদের কাজে সহকারী টুল হিসেবে ব্যবহার করবো। টিউটোরিয়ালে আমি WinSetupFromUSB 1.4 Version ব্যবহার করেছি।
- Yumi or Sardu. আমি এখানে Yumi দিয়ে কাজ করেছি।
প্রক্রিয়াঃ
আপনি আপনার কাজ শুরু করার আগে MultiBoot USB টি NTFS করবেন নাকি FAT32 করবেন আগে সেটিই
সিদ্ধান্ত নিন। NTFS করলে আপনার Windows Setup এর কাজটি খুব
দ্রুত হবে। বিশেষ করে Windows XP এর File Copy এর ক্ষেত্রে NTFS Formatted USB খুব কাজ দেয়। কিন্তু NTFS Formatted USB তে Linux এবং DOS ভিত্তিক কিছু টুল
নাও চলতে পারে। যেমন আপনি যদি Hiren’s Boot CD এড করতে চান তাহলে
USB টি FAT32 হলে ভাল হয়।
১। আপনি যদি Windows 7,8 বা 8.1 এড করতে চান তাহলে Multi Boot Windows USB পোস্টটি দেখে একটি Multi Windows Image তৈরি করে কোথাও Windwos 7 নামের একটি Folder এ Save করে রাখুন।
২। Windows XP 32bit (Customized Xp ও ব্যবহার করতে পারেন) এড করতে চায়লে WinSetupFromUSB এর মাধ্যমে একটি XP Bootable USB তেরি করে ফেলুন। USB টিতে নিচের মত ফাইল ফোল্ডার দেখতে পাবেন।
winsetup.lst নামের ফাইলটিকে Xp32.lst
নামে Rename করুন। তারপর পেনড্রাইভে
থাকা সব ফাইল ফোল্ডার হার্ডডিস্কের কোথাও XP নামের একটি Folder এ Save করে রাখুন।
Windows XP 64bit এড করতে চায়লে WinSetupFromUSB এর মাধ্যমে আবার
একটি XP Bootable USB তেরি করুন। একই পেনড্রাইভেই কাজটি করতে পারেন। উপরের XP (32bit) এর মত একই ফাইল ফোল্ডারই পাবেন। winsetup.lst নামের ফাইলটিকে xp64.lst
নামে Rename করে কিছুক্ষণ আগে তৈরি করা XP নামের Folder এ কপি করুন। তারপর WINSETUP ফোল্ডারে ঢুকে যা
আছে সব হার্ডডিস্কে সেভ থাকা XP>WINSETUP ফোল্ডারে কপি করে নিন।
মানে আমরা XP নামের Folder টিতে XP 32bit, 64bit দুটিই এড করে নিলাম। যদি আপনি শুধু 32bit ই এড করতে চান তাহলে শুধু শুধু কষ্ট করে 64bit এর কাজটি করার
দরকার নাই।
৩। উপরের ১ নং ধাপে Windows
7,8 বা 8.1 এবং ২ নং ধাপে আমাদের Windows XP তৈরি হয়ে গেছে। এখন তা Multiboot USB তে যুক্ত করবো। USB টি NTFS নাকি FAT32 করবেন তা ইতিমধ্যে নিশ্চয় স্থির করেছেন। তাহলে USB টি আপনার পছন্দমত Format করে নিন। এবার তাতে Yumi Tool টি দিয়ে যেকোন
একটি ISO Add করুন। এতে USB টি Bootable হয়ে যাবে। আমি এখানে Partition Wizard Tool টি এড করেছি। আপনি চায়লেই আপনার এড করা টুলটি পরে ডিলিট করে দিতে পারেন। যেমন আমি Partition Wizard Tool টি ডিলিট করে দিয়েছি। এখানে .disk এবং multiboot নামের দুটি
ফোল্ডার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কোনভাবেই ডিলিট করবেন না।
৪। এবার ১ নং ধাপে তৈরি করা Windwos 7 ফোল্ডারের সবকিছু
আপনার MultiBoot USB টিতে কপি দিন। একইভাবে ২ নং ধাপে তৈরি করা XP ফোল্ডারের সব আপনার MultiBoot USB টিতে কপি করে নিন।
৫। এখন syslinux.cfg menu Edit করতে হবে। এ জন্য MultiBoot USB>multiboot ফোল্ডারে থাকা syslinux.cfg ফাইলটি Notepad দিয়ে খুলে নিচের লাইনগুলো এড করুন। এখানে Windows 7 and 8.1,
Windows XP 32bit, 64bit এর জন্য মেন্যু
রয়েছে।
লাইন এড করা হয়ে
গেলে File Save করুন। কাজ শেষ। হয়ে গেলো একটি All in One Multi
Boot Windows USB। এখন আপনার MultiBoot USB টি পরীক্ষা করে দেখুন।
MultiBoot USB টিতে ইচ্ছা করলে
আরো কিছু যুক্ত করতে পারেন। যেমন Hiren’s Boot CD। আপনার Hiren’s Boot CD থেকে HBCD ফোল্ডারটি MultiBoot USB তে কপি করুন।
তারপর MultiBoot USB>multiboot ফোল্ডারে থাকা syslinux.cfg ফাইলটি Notepad দিয়ে খুলে নিচের লাইনগুলো এড করে
Save দিন।
Vai ame partacena amaka aktu help karan....
উত্তরমুছুনআপনার সমস্যাটা বিস্তারিত বললে সমাধানের চেষ্টা করবো। আপনি কী কী করেছেন এবং কী সমস্যা দেখা দিচ্ছে?
মুছুনATA Multiboot USB/CD/DVD ব্যবহার না করা পর্যন্ত এর গুরুত্ব বুঝাটা একটু কঠিনই বটে। সময়ের প্রয়োজনে আমরা ইতিমধ্যে অনেক পোস্ট করেছি Multiboot USB এবং Multiboot CD/DVD kaj ta bujane
উত্তরমুছুনআপনার সমস্যাটি আসলেই আমি বুঝতেছি না ভাই। আপনি কতটুকু অগ্রসর হয়েছেন, কী কী কাজ করেছেন আর কী কী করতে চাচ্ছেন তা যদি বিস্তারিত না বলেন তাহলে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি বুঝতে পারেন নি মানে কোনটি বুঝতে পারেন নি একটু বিস্তারিত জানান।
মুছুনআপনি যদি Windows 7,8 বা 8.1 এড করতে চান তাহলে Multi Boot Windows USB পোস্টটি দেখে একটি Multi Windows Image তৈরি করে নিন। এরপর আর কী কী সমস্যা আছে বলুন।
Ame apnar 1ta usb ta win xp,7,8,And heran boot karta caita ce kentu ame aykana xp and heran boot haca kent Multi Windows Image karace \
উত্তরমুছুনwin 8 haca win 7 haca na amesata balta cace ...apnaka are nala ha la amaka akta Video dan jata ame daka kar ta pare /....
আপনার লেখাটা পুরোপুরি বুঝতে না পারলেও যতটুকু বুঝেছি তা হলো- xp and heran boot , win 8 কাজ করতেছে কিন্তু win 7 কাজ করছে না। আপনি Multi Windows Image তৈরি করেছেন তারপরও Windows 7 কাজ করছে না। তার মানে আপনার Multi Windows Image টিতে সমস্যা আছে বা তা সঠিকভাবে করা হয় নি। আপনি Multi Windows Image টি পুণরায় তৈরি করে দেখুন বা তাতে কি সমস্যা আছে তা খোঁজে বের করার চেষ্টা করুন। ঐ Multi Windows Image টি আলাদা ভাবে টেস্ট করে দেখতে পারেন। যদি ওখানে কাজ না করে তাহলে আপনার মাল্টিবুট পেনড্রাইভেও কাজ করবে না। তারপর আপনার সমস্যা নিয়ে আবার লিখবেন। পরামর্শ দেয়ার চেষ্টা করবো।
মুছুনsara sare iso dea karar kono bude dan>>
মুছুনসাইজ বড় হওয়ায় সরাসরি ISO থেকে বুট করতে গেলে বুটিং এ সমস্যা দেখা দিতে পারে।
মুছুনকামরুল ভাই । windows 7/8 এর iso image এর সাঈজ কীভাবে কমাণো ্যায় একটূ বলবেন । ্যেমণ অর্ধেক কমান গেলে ভাল হয় । আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ।। 4 গিগা ডিভিডি তে ৭ এবং ৮ কীভাবে রাখব বলবেন ।।
উত্তরমুছুন4 গিগা ডিভিডি তে ৭ এবং ৮ একসাথে হবে কি না সন্দেহ আছে। আপনি NTLite দিয়ে Wim File এর সাইজ কমাতে পারেন। এছাড়া ৭/৮ একসাথে করার জন্য যেকোন WIM Editing Tool ব্যবহার করতে পারেন। Install.wim File টিকে Install.esd তে কনভার্ট করতে পারেন। এতে অনেক সাইজ কমে যায়।
মুছুনthnx
উত্তরমুছুন