সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: একাধিক সিম ব্যবহারে নতুন প্রযুক্তি

একাধিক সিম ব্যবহারে নতুন প্রযুক্তি



মোবাইলে এক সিম ব্যবহারির সংখ্যা হাতেগোনা কয়েকজন। প্রয়োজনের খাতিরে সবাই একাধিক সিম ব্যবহার করেন। এজন্য ব্যবহারকারীকে প্রয়োজনের খাতিরেই প্রায়ই মোবাইল সেট খুলে সিম লাগাতে হয়। এটি অনেকের কাছে এক ধরণের বিরক্তিরও কারণ।

ক্রেতাদের এসব বিষয় মাথায় নিয়ে বাজারে আসছে সর্বোচ্চ এক সিমে ৯টি নম্বর ব্যবহার সুবিধা প্রযুক্তি। এ সুবিধা দেবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাববেরি। প্রতিষ্ঠানটি একটি ভার্চুয়াল সিম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এতে একটি সিমকার্ড দিয়েই সর্বোচ্চ ৯টি নম্বর ব্যবহার করা যাবে। ব্ল্যাকবেরি তাদের নতুন এই সেবাটি চালু করার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা ও ট্রাইয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছে। এক্ষেত্রে এশিয়ার বাজারের দিকেই তাদের নজর বেশি। ব্ল্যাকবেরির ভারতের ম্যানেজিং ডিরেক্টর সুনীল লালবানী বলেন, আমরা ট্রাইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। আফ্রিকার কয়েকটি দেশে একটি পাইলট প্রকল্পও চলছে। যেখানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। সেখানে সফলতা পাওয়া গেছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরেই ভারতেও এই সেবা চালু হবে। 

সূত্রঃ যুগান্তর

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।