বুক ভাসিয়ে কাঁদতে চান? ভাবছেন কাঁদতে পারলে মনটা হালকা হতো, তাহলে টাকা-পয়সা নিয়ে যান জাপানের রাজধানী টোকিওতে। সেখানে একটি হোটেল কর্তৃপক্থ মন খুলে কাঁদার জন্য ঘর ভাড়া দিচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার অনলাইন। দ্য মিতসু গার্ডেন ইয়তসুয়া নামের হোটেলটির কান্নার জন্য নির্ধারিত কক্ষে রাখা হয়েছে চোখে পানি আনার মতো চলচ্চিত্র, চোখের মাস্ক ও বিলাসী টিস্যু। হোটেল কর্তৃপক্ষ জানায়, নারীদের মানসিক চাপ কমাতে ও আবেগজনিত সমস্যা কাটিয়ে উঠতে এই কক্ষগুলো ভাড়া দেওয়া হচ্ছে। এখানে নারীরা নীরবে মন খুলে কাঁদতে পারবেন। বিশেষ এই কক্ষে থাকতে চাইলে প্রতি রাতের জন্য গুনতে হবে ৮৩ ডলার।
কক্ষগুলোতে রাখা হয়েছে ‘ফরেস্ট গাম্প’, দক্ষিণ কোরিয়ার ‘এ মোমেন্ট টু রিমেমবার’ (এই ছবিটি একটি তরুণ দম্পতি যারা আলঝেইমার রোগে ভুগছেন) ; জাপানি ছবি ‘আ টেল অব মারি অ্যান্ড থ্রি পাপিস’ (২০০৪ সালে চুয়েতসু ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া এক কুকুর ও ছানাদের নিয়ে) ইত্যাদি চলচ্চিত্রগুলো। আর যারা বই পড়তে পড়তে আবেগাপ্লুত হয়ে কাঁদেন, তাদের জন্য রাখা হয়েছে জাপানি ভাষায় লেখা মানগা কমিকসের বই। চোখের পানি মোছার জন্য থাকছে কাশ্মীরী শালের মতো নরম টিস্যু। আরও রাখা হয়েছে মুখমণ্ডলের প্রসাধনী তোলার ব্যবস্থা।
সূত্রঃ বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৫/ রশিদা
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।