সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Download Notepad++ and Add Portable Notepad++ In Context Menu Solved

Download Notepad++ and Add Portable Notepad++ In Context Menu Solved




Windows Notepad যারা বেশি ব্যবহার করেন তাদের জন্যই মূলত Notepad++ দরকার। Windows Notepad এর সীমাবদ্ধতাকে দূর করে Notepad++ নিয়ে এসেছে প্রয়োজনীয় সব সুবিধা। বর্তমান সময়ে জনপ্রিয় Free Source Code Editor এর নাম বলতে গেলে Notepad++ এর নামই আসে সবার আগে। Install করার পর Context Menu থেকে Edit with Notepad++ এর মাধ্যমে খুব সহজেই এটি ব্যবহার করা যায়।


এটি ব্যবহার করার জন্য অভিজ্ঞ বা বেশি কম্পিউটার জ্ঞান থাকার দরকার হয় না। বর্তমান Update Version এ নিচের ফিচারগুলো রয়েছে (Homepage থেকে নেয়া)।


Features



Notepad++ Installer এবং Portable দুইভাবেই ব্যবহার করা যায়। তবে সমস্যা হলো Installer Version Install করার সাথে সাথে Context Menu তে Edit with Notepad++ যুক্ত হয়ে যায় যা Portable Version এ থাকে না। তবে কাজটি খুব সহজেই করা যায়। এ জন্য NppShell.dll ফাইলটি দরকার যার সাইজ খুব ছোট এবং সহজেই Webpage থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটি Portable Version এ না থাকলেও Installer Version এর Installed Location এ থাকে। ওখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন। ফাইলটি Copy করে আপনার Portable Notepad++ এ রাখুন। তারপর নিচের কমান্ডটি রান করুন (Administrator হিসেব)

Regsvr32 /s "%programfiles%\Notepad++\NppShell.dll"

                                  or

Regsvr32 /s /i "%programfiles%\Notepad++\NppShell.dll"



Regsvr32 দিয়ে যেকোন dll File কে Registry তে যুক্ত করা হয়। Regsvr32 দেয়ার পর s হলো Silent Command. এরপরে ফাইলটির নাম দিতে হয় Full Address সহকারে। যেমন উপরের NppShell.dll ফাইলটিকে তার  Full Address সহকারে লেখা হয়েছে। Portable Notepad++ এ যে জায়গায় আছে সে Address টি কমান্ডের সাথে যুক্ত করতে হবে। এতে NppShell.dll ফাইলটি Install হবে এবং Notepad++ context menu add হবে।


NppShell.dll ফাইলটি Un-Install করতে চায়লে নিচের কমান্ডটি দিতে হবে।

Regsvr32 /u "%programfiles%\Notepad++\NppShell.dll"

Silent Command: nppInstaller.exe /S

Download: Homepage, Softpedia, CNET, Sourceforge

1 টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।