সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Recuva- হারানো ডকুমেন্ট ফিরিয়ে আনার চেষ্টা করুন

Recuva- হারানো ডকুমেন্ট ফিরিয়ে আনার চেষ্টা করুন




প্রতিদিন নানান জিনীস কম্পিউটারে সেভ করে রাখতে রাখতে এক সময় দেখা যায় হার্ডডিস্ক এভাবে ভরে গেছে যে সামান্য কিছু ডকুমেন্ট রাখার জায়গায় থাকে না। এ অবস্থায় হার্ডডিস্কে রাখা অপ্রয়োজনীয় Document Delete করে হার্ডডিস্কের জায়গা খালি করা বুদ্ধিমানের কাজ। কিন্তু তাড়াহুড়া করে ডিলিট করতে গিয়ে বা মাঝেমধ্যে ভুলক্রমে অনেক গুরুত্বপূর্ণ জিনীসও হার্ডডিস্ক থেকে মুছে যায়। এ অবস্থায় গুরুত্বপূর্ণ Data Recover করা খুবই জরুরী হয়ে পড়ে যার জন্য দরকরার হয় একটি Data Recovery Tool. Recuva তেমন একটি টুল যা দিয়ে Lost, Deleted Data Recover করা যায়।

এ টুলটি এক সময় সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যেতো। তবে এখন Professional Version ও বের হয়েছেতবে ফ্রী ভার্সন দিয়ে Data Recover করতে কোন সমস্যা নেইভাল লাগলে একবার ব্যবহার করে দেখতে পারেন।

Silent Command: Recuva.exe /S

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।