সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: জাপানি অদৃশ্য ট্রেন!

জাপানি অদৃশ্য ট্রেন!


বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে কত বিচিত্র ও চমকপ্রদ জিনিস-ই না আবিস্কার হচ্ছে! ইতোমধ্যে অদৃশ্য পোশাক আবিস্কার করার কথা আমরা শুনেছি। আর এবার 'অদৃশ্য ট্রেন'তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। 'অদৃশ্য এই ট্রেন'চোখের সামনে দিয়ে গেলেও দেখা যাবে না ও কেউ কোনো শব্দও টেন পাবে না।

অদৃশ্য ট্রেনটির প্রাথমিক নকশা তৈরি করেছেন জাপানের বিখ্যাত প্রকৌশলী কাজুও সেজিমা। প্রাথমিক বর্ণনায় বলা হয়, ট্রেনটির বগিগুলো বসতবাড়ির ঘরের মতো করে তৈরি করা হবে। এতে অর্ধ-স্বচ্ছ আবরণ থাকবে যা আয়নার মতো কাজ করবে। এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আরও বলা হয়, ট্রেনটিতে সর্বাধুনিক সব প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। আর গতির দিক দিয়ে এটি হবে বিশ্বের সেরা ও দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম। ২০১৮ সালে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির


সূত্রঃ বিডি/৬ এপ্রিল ২০১৬/শরীফ 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।